শাড়ি পরে কলেজ স্টুডেন্টদের সামনেই তুমুল ড্যান্স দিলো আইএএস অফিসার

ড্যান্স

আন্তর্জাতিক ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড কে না নয়! সময় সুযোগ পেলেই একটু কোমর নাচাতে কারুরই দেরি হয়না। এছাড়া নাচ, গান, স্টান্ট, খেলা সবেতেই ওস্তাদ মানুষের এখন জুড়ি মেলা ভার, যা কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে আসে। প্রতিদিনই এখানে মানুষের নতুন নতুন কান্ড-কারখানা ভাইরাল হচ্ছে।

ড্যান্স

আমাদের আধুনিকতম যুগে নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়েই চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়।

যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে। সারাদিনের বেশ খানিকটা সময় আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে থাকি এই সমস্ত ভাইরাল ভিডিওগুলি দেখে। করোনা মহামারীর সময় যখন সারা দেশজুড়ে লকডাউন চলছিল সেই সময়ে সোশ্যাল মিডিয়ার চাহিদা এবং গুরুত্ব দুটোই বেড়ে যায়।

গৃহবন্দী মানুষ তখন নিজেকে ব্যস্ত রাখতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কার্যকলাপ করে পোস্ট করতে শুরু করে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে ভাইরাল হতে কোনরকম জনপ্রিয়তা লাগেনা। আপনারা যদি একটু ট্যালেন্টের অধিকারী হন তাহলে খুব সহজে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়ে যাবেন।আজকাল সোশ্যাল মিডিয়াতে কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীদের ডান্স ভিডিও, মজার মজার ভিডিও তুমুল ভাইরাল হতে থাকে। এই সমস্ত ভিডিও আমাদের সত্যিই অবাক করে দেয়। এই ভিডিও দেখে আমরা অনেক সময় অনুপ্রাণিত হই।আবার অনেক সময় যখন আমাদের মন খারাপ থাকে তখন এই সমস্ত ভিডিও আমাদের মন ভালো করে দিতে সাহায্য করে। তাই বলে যেতে পারে সোশ্যাল মিডিয়া বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে যা এতদিন হয়তো ছিল না।

পড়ুয়াদের সঙ্গে পা মিলিয়ে বলিউড গানে নাচলেন জেলাশাসক, ভাইরাল ভিডিও কলেজ পড়ুয়াদের আয়োজিত ফ্ল্যাশ মবের সঙ্গে তাল মিলিয়ে, নেচে অবাক করলেন জেলাশাসক। গানের তালে নেচে উঠলেন পড়ুয়াদের সঙ্গে, তাও আবার আইএএস অফিসার। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। কলেজ পড়ুয়াদের আয়োজিত ফ্ল্যাশ মবের সঙ্গে তাল মিলিয়ে নেচে অবাক করলেন জেলাশাসক। ঘটনাটি ঘটেছে কেরলের পথানামথিট্টা জেলায়। ‘নগাড়ে সঙ্গ ঢোল…’ গানে নাচতে দেখা যাচ্ছে ওই আইএএস অফিসারকে। ওই মহিলা আইএএস অফিসারের নাম দিব্যা এস আইয়ার।

অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার সে.ক্স টয়, শ্রীলেখা বললেন একটু ইচ্ছে করতে পারে না

তিনি কেরলের পথানামথিট্টা জেলার ডিএম। একটি ভিডিওতে তাঁকে রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত গলিও কি রাসলীলা রামলীলা ছবির গানে নাচতে দেখা গেল তাঁকে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ওই আইএএস অফিসার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের আর্ট ফেস্টিভ্যালের প্রস্তুতি খতিয়ে দেখতে স্টেডিয়ামে পৌঁছেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বেশকিছু ছাত্র-ছাত্রীরাও। সেখানে ফ্ল্যাশ মবের মাধ্যমে অনুষ্ঠান করছিলেন তাঁরা।ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন আজিন পাথানামথিট্টা নামের এক ইউজার।