শাড়ি পরে ডুবে যাচ্ছে খড়ি, ভিডিও দেখে হাসির রোল

ডুবে যাচ্ছে খড়ি

বিনোদন ডেস্ক : সুইমিংপুলের জলে পড়ে যাওয়া খড়িকে বাঁচালো ঋদ্ধি। ঘুরতে এসেও রাহুলের শয়তানির শিকার খড়ি। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛গাঁটছড়া’। মাঝে মধ্যে বেঙ্গল টপার থেকে পা হরকালেও দর্শকদের পছন্দের তালিকায় কিন্তু রয়েছে এই ধারাবাহিক। এই মুহূর্তে হানিমুন পর্ব চলছে গাঁটছড়ায়। প্রথমদিকে খড়ি ঋদ্ধির সঙ্গে সঙ্গে আসতে না চাইলেও শেষে দাদুর আদেশ অমান্য করতে পারেনি কেউই। অবশেষে মধুচন্দ্রিমায় আসে তিন জুটি।

ডুবে যাচ্ছে খড়ি

আর সেখানে একের পর এক টুইস্ট র জন্য অপেক্ষা করছেন নেটিজেনরা। আর তারই মাঝে রাহুলের ষড়যন্ত্রের শিকার হয় খড়ি। সম্প্রতি গাঁটছড়া র ফ্যান ক্লাব থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। আর সেখানে দেখা যাচ্ছে যে, সুইমিং পুলের জলে পরে একেবারে নাকানি চোবানি খাচ্ছে খড়ি। পারে দাঁড়িয়ে চিল্লাছে দ্যুতি। আর এরই মাঝেই ঋদ্ধি পড়ি কি মরি করে ঝাঁপিয়ে পরে সুইমিংপুলে। উদ্ধার করে খড়িকে।

এমনতেই দুজনেই মধ্যে সাপে-নেউলের সম্পর্ক। ঝগড়ায় যেন একে অপরকে টেক্কা দেয়। তারই মাঝে কখনও কখনও দুজনের মধ্যে রাগ-অনুরাগ দেখা দেয়। এই ভিডিও শেয়ার হতেই নেটিজেনদের মধ্যে একেক রকমের উত্তেজনা দেখা দিয়েছে। কমেন্ট বক্স ভরেছে কমেন্টের বন্যায়। কেউ লিখেছেন যে, ‛যাক তাও একটু কিছু পেলাম’। আবার কেউ ঋদ্ধিকে সাব্বাস বলেছেন। কেউ তো আবার এই ভিডিও দেখে রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন।

ইঞ্জিনিয়ার ২ মিনিটের কাজের বিল চাইলেন ২ লাখ টাকা

তবে, পজেটিভ কমেন্টের পাশাপাশি অনেক নেগেটিভ কমেন্টও নজরে এসেছে। এই ভিডিও দেখে কেউ প্রশ্ন তুলেছেন যে সুইমিংপুলে কে ডুবে যায়? সাঁতার না জানা মেয়েও লেহেঙ্গা পরে নামলে ডুববে না। কেউ তো আবার কটাক্ষ করে লিখেছেন যে, ডিরেক্টর বোধহয় গাঁজা বেশি খেয়ে ফেলেছে। নাহলে একজন সুইমিং পুলে থাকা সত্ত্বেও অন্যজন সাঁতার কেটে আসছে বাঁচাতে। সবমিলিয়ে এখন সুপার ভাইরাল গাঁটছড়া র এই ভিডিও।