বিনোদন ডেস্ক : ফ্যাশানে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে এই দুই। ১. প্যাস্টেল শেড আর ২, সিক্যুইনের কাজ। বেনারসি, গাউন , লেহেঙ্গা সবেতেই এখন হিট এই প্যাস্টেল শেড। বিয়েবাড়ি, রিসেপশনে কনেরাও এখন বেছে নিচ্ছেন এই রং। এমনকী পার্টিতেও ইন এই প্যাস্টেল শেড। প্যাস্টেল শেডে যেমন ফ্যাশান করা যায় তেমনই এই রঙের মধ্যে থাকে একটা আভিজাত্য। এর সঙ্গে হাল ফ্যাশানে ভীষণ রকম ইন সিক্যুইনের কাজ। তবে এই কাজ তখন ছিল ঝকঝকে-চকমকে। তার মধ্যে আভিজাত্যের ছোঁয়া অনেকেই পেতেন না
তবে এই ভারী কাজের সিক্যুইন আজ নয়, আশি-নব্বই দশকের পুরনো। সেই সময় ডিস্কো সং মানেই ছিল ঝলমলে পোশাক। গ্লিটার, চুমকি আর কুচি কাঁচের ঝকমকিতেই চোখ আটকে যেত। আরবি ‘সিক্কা’ বা ইতালিয়ান ‘জ়েক্কিনো’ শব্দ থেকেই উদ্ভব এই ‘সিকুইন’ শব্দের।
তখন থেকেই কিন্তু সিক্যুইন বেশ দামী। সিন্দু সভ্যতার আমলেও পাওয়া যেত এই ভারী কাজের পোশাক। তখন সোনা, রুপোর কুচি পাথর, জরি এসব ব্যবহার করা হত। রাজ-পরিবারেই সিল্ক, মখমলের কাপড়ে এই সিক্যুইন কাজের চল ছিল।
সাধারণ মানুষদের সাধ্যের মধ্যে তা কুলতো না। একসময় এই সিক্যুইন ফ্যাশান থেকে প্রায় লুপ্তই হয়ে গিয়েছিল। বর্তমানে যে সিক্যুইন ব্যবহার করা হয় তা মূলত প্লাস্টিক দিয়ে তৈরি। রাতের পার্টিতে আজকাল বেশ চলছে এই গ্লসি সিক্যুইন।
সম্প্রতি পার্নো মিত্রকেও দেখা গেল সিক্যুইনের কাজ করা পার্টিন ওয়্যারে। ধর্মযুদ্ধের প্রোমোশনেই এই পোশাক পরেছিলেন পার্নো। কপার রোজের স্বচ্ছ নেটের শাড়ি জুড়ে দারুণ সিক্যুইনের কাজ। ফ্লোরালে তুলে ধরা সূক্ষ্ম কাজ। সঙ্গে ডিপনেক সরু স্লিভ ব্লাউজ। শাড়ি আর ব্লাউজেই এত বেশি নজর কাড়ছেন পার্নো যে অন্য কোনও দিকে চোখই যাচ্ছে না।
এর সঙ্গে অবশ্য মানানসই মেকআপ সেরেছেন তিনি। ন্যুড মেকআপ, শিমারের ব্যবহার বিশেষ ভাবে লক্ষ্যনীয়। চোখেও রেখেছেন ড্রামাটিক টাচ। কানে স্টোনের লম্বা চেইন ইয়ার রিং, স্ট্রেট চুলে মিডল পার্ট করে আঁচড়ে নিয়েছেন। সামান্য মেকআপ আর পোশাকের জেরেই তাঁর চেহারায় ধরা পড়েছে দারুণ একটা লাবণ্য। এছে আলগা যৌনতার ছোঁয়াও। ব্লাউজের ডিপ নেকে যেমন স্পষ্ট তাঁর কলার বোনও ফ্লন্ট করতে ভোলেননি।
ভিভো লঞ্চ করলো আকর্ষণীয় ডিজাইনের নতুন স্মার্টফোন, জানুন ক্যামেরা ও দাম
পার্নোর এই পোশাক পরতে পারেন আপনিও। যে কোনও পার্টি কিংবা বিয়েবাড়িতে আজকাল অনেকেই এমন পোশাক পরেন। এছাড়াও অফিস বা কলেজের অনুষ্ঠানে এমন শাড়ি আজকাল অনেকেই পরেন। দেখতেও বেশ ভাল লাগে এমন সাজ। এই পোশাকের সঙ্গে একদম হালকা মেকআপ হলে সবচাইতে ভাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।