আন্তর্জাতিক ডেস্ক : শাড়ি বরাবরই মহিলাদের পছন্দের পোশাক। শাড়ি পরতে অনেকেই ভালবাসেন। আবার অনেকেই শাড়ি সামলাতে হিমশিম খান। তবে এই ললনা শাড়িতে বেশ স্বচ্ছন্দ। তা তার ভিডিয়ো দেখেই টের পাওয়া গিয়েছে। নারী মানেই কোমল হাত। কিন্তু নারীরও পেশিবহুল হাত থাকতে পারে এবং তা তাঁর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়, তা বোধহয় এই মহিলাকে না দেখলে বিশ্বাস হবে না।
তাঁর পরনে জামরঙা শাড়ি। খোলা চুল। গলায় নেকলেস। হাতে একটা বালা। এই অবতারে ধরা দিয়েছেন তিনি। তবে সবচেয়ে নজর কেড়েছে তাঁর পেশিবহুল হাত। দেখেই মনে হবে, রীতিমতো শরীরচর্চা করেন ওই মহিলা। সেই সুবাদেই মহিলার পেশিবহুল হাত।
নাম টুইঙ্কল চৌরাসিয়া। শাড়ি পরে পেশিবহুল হাত দেখিয়ে সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছেন ওই তরুণী। ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যাও অনেক। সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। ইনস্টাগ্রাম প্রোফাইল টুইঙ্কল উল্লেখ করেছেন যে, তিনি ২০২১ সালের ‘মিস দিল্লি’। বাড়ি মধ্যপ্রদেশে।
শরীরচর্চার প্রতি তাঁর ঝোঁক রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর একাধিক ছবি এবং ভিডিও দেখলেই তা টের পাওয়া যায়। তবে শাড়ি পরে নিজের পেশিবহুল হাতের যে ভিডিয়ো তুলে ধরেছেন টুইঙ্কল, তা দেখে মজেছেন তাঁর অনেক অনুরাগীই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।