জুমবাংলা ডেস্ক : কথায় বলে যে রাঁধে, সে চুলও বাঁধে। আবার ফুটবলও খেলে। তাও আবার শাড়ি পরে। আসলে শাড়িতে স্বয়ংস্পূর্ণা নারী শুধু ঘরকন্যার কাজেই নয়, খেলার মাঠেও একইরকমভাবে দাপট দেখাতে পারে। এমনিতেই ফুটবলে আর পাঁচটা খেলার চেয়ে অনেক বেশি দৌড়াতে হয়, তবে ৯০ মিনিটের সেই খেলাই শাড়ি পরে দিব্যি খেললেন এক দল মহিলা। সম্প্রতি সেই ফুটবল খেলার দৃশ্যই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। যেখানে বিভিন্ন বয়সী মেয়েদের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। যাদের মধ্যে কেউ ছিলেন কিশোরী, কেউ যুবতী আবার কেউ বা মধ্যবয়স্কা। তবে বয়স বা পোশাক কোনওটাই তাদের খেলার ইচ্ছাকে থামিয়ে রাখতে পারেনি। কোমরে শাড়ি গুঁজেই পায়ে বল নিয়ে মাঠের এপ্রাপ্ত থেকে ওপ্রান্তে মেয়েরা ছুটে গিয়েছেন।
ফুটবল মানেই আমরা সাধারণত মাঠে গলিতে ছেলেদের খেলা দেখতেই অভ্যস্ত। কিন্তু সেই চেনা ছবির ছন্দ কেটে সম্প্রতি ধরা পড়েছে অন্য রকমের আরেক ছবি। টুইটারে পোস্ট করা হয় মহিলাদের সেই ফুটবল খেলা। যেখানে একেবারে ভারতীয় স্টাইলে শাড়ি পরে মহিলাদের মাঠ মাতাতে দেখা যায়। যার নাম দেওয়া হয়েছে ‘গোল ইন শাড়ি’। ভাইরাল সেই ভিডিওই বর্তমানে কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া।
म्हारी महिलायें क्या #मेसी से कम हैं.. ग्वालियर में महिलाओं ने साड़ी वेशभूषा में फुटबॉल खेली। pic.twitter.com/Hi6PmTJp2i
— Brajesh Rajput (@brajeshabpnews) March 27, 2023
ভিডিওতে দেখা গিয়েছে, রংবেরঙের শাড়ি পরে ফুটবল খেলছেন একদল মহিলা খেলোয়াড়। আর তাঁদের বিপক্ষ দলের সদস্যদের পা থেকে বল ছিনিয়ে নেওয়ার ক্ষমতা দেখলে মনে হবে যেন কোনও পেশাদার খেলোয়াড়ের খেলা দেখছেন। গোয়ালিয়র পুরসভা এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ওই ফুটবল ম্যাচ। যেখানে মহিলাদের বয়স ছিল 20 থেকে 72 বছর বয়সী মহিলারা অংশ নেন ।
গোয়ালিয়রের এমএলবি গ্রাউন্ডে ওই মহিলা ফুটবল প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যাপী সংশ্লিষ্ট প্রতিযোগিতাটি চলে। শহরের প্রায় আটটির বেশি মহিলা দল ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ভাইরাল ভিডিওতে একদল মহিলা পরেছিলেন সবুজ শাড়ি এবং অন্য দলের পরনে ছিল কমলা রঙের শাড়ি।
ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার অল্প সময়ের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়। শাড়ি সামলিয়ে যেভাবে মহিলারা ফুটবল খেলেছেন তাতেই তাঁদের উদ্যমকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ নেটিজেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।