‘সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’

পেনশন

জুমবাংলা ডেস্ক : সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান। মঙ্গলবার (২৯ আগস্ট) মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পেনশন

কবিরুল ইজদানী বলেন, সরকার পরিবর্তন হোক, করোনাভাইরাস মহামারি আবার ফিরে আসুক বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো নতুন কোনো যুদ্ধ বাধলেও সর্বজনীন পেনশন নিয়ে কোনো সংশয় নেই। কারণ জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিম একটি বিধিবদ্ধ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারি উদ্যোগ। এটি জনগণের স্কিম। সরকার এটি সুরক্ষার নিশ্চয়তা দেবে।

কবিরুল ইজদানী আরও বলেন, পেনশন স্কিম সম্পদ নয়, এটি সুরক্ষা। সরকারি হিসাবে ২০৪১ সাল নাগাদ দেশে বয়স্ক মানুষের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছবে। এসব মানুষের সুরক্ষার কথা ভেবে সরকার পেনশন স্কিম চালু করেছে।

এর আগে গত ১৭ আগস্ট গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনের পর জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট www.upension.gov.bd চালু করা হয়েছে।

এতে ৪টি স্কিমে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট বা ক্রেডিট কার্ড ও ব্যাংকে টাকা প্রদান শুরু হয়েছে। সিস্টেম চালু হওয়ার পর থেকে দেশে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের থেকে ব্যাপক সাড়া মিলছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে এ সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হচ্ছে। আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য এতে চারটি স্কিম থাকছে। এর মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রগতি স্কিম, স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম এবং স্বকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকদের জন্য সমতা স্কিম।

বৃহস্পতির নতুন ছবি দেখাল নাসা

সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি ৭৫ বৎসর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।

সূত্র : সময় নিউজ