শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বোয়ালমারী, মধুখালী এবং সোমবার আলফাডাঙ্গা উপজেলায় নগদ অর্থ বিতরণ করা হয়।
ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলার ৩৮২টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তারেক রহমানের শুভেচ্ছা স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়।
আলফাডাঙ্গা উপজেলায় এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির আহবায়ক রবিউল ইসলাম রিপন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।