আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত গেল পাঁচ মাসে বিদেশে কর্মী গিয়েছে ৫ লক্ষা ৩ হাজার ৯৮৯ জন। যা ২০২১ সালের এ সময়ের চাইতে দেড়গুণ বেশি অর্থাৎ গেল বছরের জানুয়ারী থেকে মে পর্যন্ত বিদেশে কর্মী গিয়েছে ১ লাখ ৯৫ হাজার ২৪০ জন। সে বছর সারা বিশ্বে করোনার প্রকোপ থাকায় বিদেশে কর্মী কম গিয়েছে।
গেল বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৫ মাসে বিদেশে কর্মী যাওয়ার হার বেশী হলেও গেল মাসের সূচক নিম্নমুখী। এবছরের সদ্য বিদায়ী মে মাসে বিদেশ গিয়েছে ৭৭ হাজার ৪২১ জন কর্মী। যা তার আগের মাসের চাইতে ২৫.৫৫ শতাংশ কম। এপ্রিল মাসে বিদেশে কর্মী গিয়েছিলো ১ লক্ষ ৩ হাজার ৯৭৫ জন।
বিদেশে কর্মী যাওয়ার তালিকায় শীর্ষে অবস্থান করছে সৌদি আরব। গেল পাঁচ মাসে দেশটিতে কর্মী গিয়েছে ৩ লাখ ১৩ হাজার ৬৭৫ জন। এর মধ্যে গেল মে মাসে দেশটিতে কর্মী গিয়েছে ৪৫ হাজার ৯১ জন। যা তার আগের মাসের চাইতে ২৭. ৮৮ শতাংশ কম। এপ্রিল মাসে সৌদিতে কর্মী গিয়েছিলো ৬২ হাজার ৫২৭ জন।
গেল ৫ মাসের পরিসংখ্যানে কর্মীদের পছন্দের তালিকায় সৌদি শীর্ষে অবস্থান করলেও দ্বিতীয় অবস্থানে আছে মধ্য প্রাচ্যেরই দেশ দুবাই। সেখানে গেল পাঁচ মাসে কর্মী গিয়েছে ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে গেল মে মাসে গিয়েছে ৬ হাজার ৪৫৭ জন। আর তার আগের মাস এপ্রিলে গিয়েছে ১১ হাজার ৭০৪ জন।
বাংলাদেশি কর্মীদের বিদেশ গমনে পছন্দের তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে আরেকটি হলো ওমান। সৌদি আরবের এই প্রতিবেশী দেশে প্রতিমাসেই হাজার হাজার বাংলাদেশি কাজের সন্ধানে যাচ্ছেন। গেল ৫ মাসে দেশটিতে কর্মী গিয়েছে ৬৯ হাজার ৮২ জন।
এছাড়াও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সিঙ্গাপুরে গেছে ২৩ হাজার ৯৩৫ জন, কাতারে ৭ হাজার ৮২১ জন, জর্ডানে ৭ হাজার ৪৭৩ জন, কুয়েতে ৪ হাজার ১১২ জন, দঃ কোরিয়ায় ১হাজার ৭৩৯ জন, লেবাননে ২২৩ জন, মালয়েশিয়ায় ৭৯ জন, সুদানে ৬৬ জন ও বিভিন্নভাবে গেল পাঁচ মাসে বিদেশে কর্মী গিয়েছে ৮ হাজার ৯৫১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।