বিনোদন ডেস্ক : তথাকথিত মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ‘লাল সিং চাড্ডা‘ নিয়ে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়। ধরে নেওয়া হয়েছিল যে, সিনেমাটি এই বছরের সবচেয়ে বড় হিট হবে। কিন্তু ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ফ্লপ হয়েছে। সারা ভারত জুড়ে বয়কট এর ডাক পড়ায় সিনেমাটি মার খেয়েছে বক্স অফিসে। কিন্তু সেখানেই সিনেমাটি ধ্বংসের শুরু হয়েছিল। ঠগস অফ হিন্দুস্তানের চেয়েও খারাপ হয়েছে এই সিনেমাটি।
কিন্তু সেখানেই শেষ নয়, এবার আরেকটি বড় আপডেট থেকে জানা যাচ্ছে যে, বয়কটের কালো ছায়ার ছাপ পড়েছে OTT প্ল্যাটফর্মেও। সিনেমাটি বক্স অফিসে না চলায় নির্মাতারা ভেবেছিলেন OTT প্ল্যাটফর্মে স্বত্ব বিক্রি করে আয়ের অংক বাড়িয়ে নেবেন, কিন্তু সেখানেও সমস্যায় পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট এবং তার দল।
যেমন মুভি থিয়েটারে পদে পদে হোঁচট খেয়েছে ছবিটি, তেমনই সাথে খবর এসেছে যে, নেটফ্লিক্স তাদের চুক্তি বাতিল করে দিয়েছে। লাল সিং চাড্ডা’ মুক্তির আগে আমির খান, ছবিটির ডিজিটাল স্বত্ব বিক্রি করার জন্য মোটা অঙ্কের দাবি করছিলেন। প্রায় ১৫০ কোটি টাকায় বিক্রি হতে চলেছিল এই ছবিটি। কিন্তু এখন সেই চুক্তি বাতিল হতে চলেছে।
অবশ্য শুধু টাকার অংকই যে, বিশাল ছিল তাই নয়। আমির খান শর্ত দিয়েছিলেন ‘লাল সিং চাড্ডা’ ছবিটি মুক্তির ৬ মাস পরে OTT-তে আনা হবে। এরপর নেটফ্লিক্স এর তরফে তাকে অনেক অনুরোধ করা হয় থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের মধ্যে ব্যবধান কমাতে। কিন্তু আমির খান সেই শর্তে রাজি হননি। সেখানে দাঁড়িয়ে Netflix এর তরফে ডিজিটাল স্বত্বর জন্য ৮০ থেকে ৯০ কোটি টাকা অফার করা হয় । এখন শোনা যাচ্ছে যে, আমিরের শর্ত আর মানতে রাজি নন নেটফ্লিক্সের কর্তারা। তাই তাঁরা এই সিনেমার স্বত্ব নাও কিনতে পারেন।
নিজের মুখের থেকে বড় ডিমকে নিমেষেই গিলে ফেললো ছোট্ট এই সাপটি
ছবিটির দারুণ ভরাডুবির পর নির্মাণ খরচ তুলে আনার জন্য আমির খান বিরাট অংকের বিনিময়ে ছবিটি বিক্রি করতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে ১২৫ কোটি টাকা দাবি করলেও, নেটফ্লিক্স তা খারিজ করে দেয়। আমির খান ছবিটি মুক্তির আগে ৩০০ কোটি টাকার বক্স অফিস কালেকশন এর হিসেব কষেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তার কোনো আশাই পূরণ হল না। ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করলে OTT প্ল্যাটফর্মও তার শর্ত মেনে নিত। এখন নেটফ্লিক্স তার ছবির দিকে আর ঘুরেও তাকাচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।