বিনোদন ডেস্ক : মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘একটি খুনির সন্ধানে মিতিন’র শুটিং শেষ হলো। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় কোয়েল মল্লিক।
সোমবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টায় ছবির শেষ অংশের শুটিং শেষ হয়। সঙ্গে সঙ্গেই সিনেমার কলাকুশলীরা সে মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
এবারের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ অবলম্বনে। নতুন এ ছবির নাম রাখা হয়েছে ‘একটি খুনির সন্ধানে মিতিন’।
ছবিতে কোয়েল মল্লিকের সঙ্গে অন্যান্য চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তী, মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।
মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির আগের ছবির গল্প দর্শক মনে দাগ কেটেছিল। সেইমতো এবারেও ছবিতে থাকবে টান টান উত্তেজনা।
ছবিতে মিতিন মাসির চরিত্রে অভিনয় করছেন কোয়েল। তবে আগের লুকের চেয়ে এবারের ছবিতে লুকে বদল এনেছেন পরিচালক অরিন্দম শীল।
চশমার ফ্রেম যেমন বদলেছে তেমনই পোশাকেও এসেছে কোয়েলের পরিবর্তন। নতুন লুকে যেন আগের চেয়ে আরও দৃঢ় এবারের মিতিন মাসি। তাই দর্শকদেরও আগ্রহ তৈরি হয়েছে ছবিটি ঘিরে।
ফেলুদা, ব্যোমকেশ, কিরীটী, শবর, সোনা দাদের পাশাপাশি নারী গোয়েন্দা চরিত্র মিতিন মাসিও দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে বরাবরই। দর্শকদের সেই চাহিদা থেকেই মিতিন মাসি আসছেন নতুন রহস্যের সমাধানে। পদ্মনাভ দাশগুপ্তর চিত্রনাট্যে এই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন কোয়েলের স্বামী নিসপাল সিংয়ের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। খুব শিগগিরই মুক্তির মিছিলে মিলেবে ‘একটি খুনির সন্ধানে মিতিন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।