জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির নৌকা প্রতীকের প্রার্থী শামীম ওসমান দিনের শেষ দিকে এসে নিজের ভোট দিয়েছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের মাসদাইর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিবারসহ এসে ভোট দেন তিনি।
আজ রবিবর বেলা ৩টার দিকে তিনি তার স্ত্রী, ছেলে মেয়ে এবং নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে প্রবেশ করেন। ভোট কেন্দ্রে প্রবেশ করেই নাতিকে দিয়ে জয় বাংলা স্লোগান দেন। এরপর তিনি সহ পরিবারের যারা ভোটার আছেন সবাই ভোট দেন। এ সময় শামীম ওসমান তার নাতীকে নিয়ে ভোট কেন্দ্রের বুথে প্রবেশ করেন। গোপন কক্ষে ব্যালটে সিল মারার পর নাতিকে দিয়ে বাক্সে ব্যালট পেপার ফেলে। পরে তিনি ভোট কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘বিরোধীরা স্লোগান দিয়ে আসছে ভোট কেন্দ্রে যাবে যার লাশ হয়ে ফিরবে তারা এসব নানা অপতৎপরতার কারণে স্বাভাবিক মানুষ একটু ভয় পায়। ফলে ভোটার কিছুটা কম হয়েছে।’
তিনি বলেন, ‘আমার কাছে আরও মনে হয়েছে সর্ষের মধ্যে ভূত আছে। যারা ভোট কেন্দ্রে ভোট গ্রহন করতে দায়িত্ব নিয়ে আসছেন, এদের মধ্যেও কেউ কেউ চাইছে ভোট যাতে কম পরে। এদের মধ্যে কেউ কেউ মানুষকে হয়রানি করেছেন। ভোটারদের বিভিন্ন কক্ষে ঘুরিয়েছেন। এ ছাড়া সকালে অনেক ভোটারদের বলা হয়েছে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। অথচ বিষয়টি নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা নেই। ফলে মানুষ যারা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন তারা ফেরত চলে গেছেন ‘
তিনি বলেন, ‘এভাবে অন্তত দুই থেকে তিন হাজার ভোটার চলে গেছে। পরে আমি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা বিষয়টি সমাধান করেন।’
বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগানের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘তারা চারজন মানুষকে জীবন্ত পুড়ে মেরেছে। আমি বিএনপিকে কোনো রাজনৈতিক দল বলব না। বলব আগুন-সন্ত্রাসী দল।’
তিনি বলেন, ‘আমি আমার নাতিকে নিয়ে ভোট কেন্দ্রে এসেছি। তাদের ভবিষ্যতের নাম শেখ হাসিনা। আমাদের ভবিষৎ ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের ভবিষৎকে শেষ করে দিয়েছে। না হলে আমরা জাপানের মতো উন্নত দেশ থাকতাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।