আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে শ্বশুর না থাকায় হানিমুনে নতুন স্ত্রী,র সঙ্গে শাশুড়িকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন জামাই পল।কিন্তু সেই হানিমুনই যে অদ্ভুত কাল হবে জামাই পল আর স্ত্রী লরেনের জীবনে তা হয়তো আগে কেউই ভাবতে পারেনি।
স্ত্রী লরেনের মা একা হওয়ায় জামাই পল শাশুড়ি জুলিকেও স’ঙ্গে করে নিয়ে গেলেন হানিমুনে৷ মধুচন্দ্রিমায় পৌঁছেই তুমুল পার্টিতে মেতে উঠলেন পল, লরেন এবং জুলি৷ এরপর লরেন এবং জুলি ম’দ্যপ অবস্থায় মাঝরাতে যে যার রুমে ঢুকে পড়লেও পল একাই রয়ে।
গিয়েছিলেন হোটেলের পানশালায়৷ আরও বেশি রাতে একেবারে চূড়ান্ত ম’দ্যপ অবস্থায় নিজের ঘরে ঢুকতে গিয়ে, ভুল করে ঢুকে পড়লেন শাশুড়ির ঘরে৷ ঘর অন্ধকার থাকায় কিছুই নাকি দেখতে পাননি পল! তারপর অন্ধকারেই বুঝতে না পেরে শাশুড়ির স’ঙ্গে যৌ’*তায় মেতে ওঠেন পল।
সিলেট গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
পরের দিন হুশ ফেরায় সবার চক্ষু তো চড়ক গাছ৷ এই ঘটনার এক মাস পেরোতেই, সন্তান সম্ভবা হয়ে পড়লেন পলের শাশুড়ি জুলি৷ জানা গিয়েছে, লোকল’জ্জা থেকে বাঁচতে শাশুড়িকেও অবশেষে বিয়ে করে ফেললেন জামাই পল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।