বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ভালোবেসে বিয়ে করেছেন অভিনেতা সাইফ আলী খানকে। তার শাশুড়ি বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শাশুড়িকে নিজের সঞ্চালিত ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ শিরোনামের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির করেছিলেন।
এ অনুষ্ঠানে কারিনা কাপুর তার শাশুড়ির কাছে জানতে চান, মেয়ে আর পুত্রবধূর মাঝে পার্থক্য কী? একটু ভেবে শর্মিলা ঠাকুর বলেন, ‘কন্যা এমন একজন যে আপনার কাছে বড় হয়েছে। সুতরাং আপনি তার মেজাজ জানেন, আপনি জানেন কি তাকে রাগিয়ে দেবে, কীভাবে তার সঙ্গে আচরণ করতে হবে। আপনার পুত্রবধূ প্রাপ্তবয়স্ক একজন নারী। আপনি জানেন না তার মেজাজ কেমন। তাই মিলমিশ হতে সময় লাগে। আপনার পুত্রবধূ নতুন মানুষ, সে আপনার বাড়িতে আসছে, তাই তাকে আপনারই স্বাগত জানাতে হবে। তাকে এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যা তার জন্য আরামদায়ক।’
মনসুর আলীকে বিয়ে করে নবাব পরিবারে পা রাখেন শর্মিলা ঠাকুর। সেই অভিজ্ঞতাও জানান তিনি। তার মতে, বিয়েতে মানিয়ে নেওয়া খুব ছোট বিষয় মনে হলেও, আদতে তা নয়।
ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, ‘একটা ছেলেকে দায়িত্ব নিতে হবে মেয়েটি যাতে নতুন পরিবারে মানিয়ে নিতে পারে। আমি যদি বলতে থাকি, আমার ছেলে ছোটবেলায় এটা খেতে ভালোবাসত, ওটা করতে ভালোবাসত, এটা ভালো খায়। এসব শো অফ বাধা হয়ে দাঁড়াতে পারে। ওদেরকে নিজেদের মতো ছেড়ে দিতে হবে। আগে ওদের সুযোগ দিতে হবে নিজেদের সম্পর্ক মজবুত করার। তারপর আপনি আপনার জায়গাটা নেবেন।’
পুত্রবধূ কারিনা কাপুর খানের প্রশংসা করে শর্মিলা ঠাকুর বলেন, ‘আমার আর তোমার মধ্যে যে ধারাবাহিকতা আছে তা ভীষণ ভালো লাগে। জানি, তোমাকে কোনো বার্তা পাঠালে তার উত্তর তুমি দেবে। তোমার কাছে গেলে তুমি জানতে চাইবে আমি কী খেতে ভালোবাসি, আমার যা দরকার তুমি এনে দেবে। হতে পারে এটা কাপুর পরিবারের থেকে পাওয়া। তোমাকে আমি সবরকম পরিস্থিতিতে দেখেছি; তুমি অসাধারণভাবে সব সামলাও।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।