সাত পাকে বাঁধা পড়েছেন কার্তিক-কিয়ারা!

কার্তিক ও কিয়ারা

স্পোর্টস ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, চোখের পানি মুছতে মুছতে সাত পাক ঘুরছেন কার্তিক ও কিয়ারা আদভানি।

কার্তিক ও কিয়ারা

এমন ভিডিও দেখে মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে মাস খানেক আগেই তো সাত পাক ঘুরলেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে! তবে আসল কাহিনি হলো বাস্তব জীবনে সিদ্ধার্থই আছে আর কার্তিকের সঙ্গে সিনেমার প্রয়োজনে সাত পাক ঘুরলেন কিয়ারা।

কার্তিক ও কিয়ারার নতুন সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন এই দুই তারকা। একসঙ্গে রোমান্স করতে দেখা যাবে কার্তিক ও কিয়ারাকে। বিয়ের দৃশ্যও রয়েছে। সেখান থেকেই কেউ বা কারা ‘সত্যপ্রেম কি কথা’র বিয়ের দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে দেন।

ছেলে ও শাকিবের সঙ্গে বুবলীর নতুন ভিডিও প্রকাশ

সিনেমাটি পরিচালনা করেছেন সমীর বিদ্যানস। এখানে কার্তিক-কিয়ারা ছাড়াও রয়েছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠকসহ অনেকে। ‘সত্যপ্রেম কি কথা’ একটি সংগীত-প্রেমের গল্প বলবে বলে জানা গেছে। এটি ২৯ জুন মুক্তি পাবে।