‘শয়তানের খেলা শেষ হওয়া উচিত’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়ে শুরু হয়েছে সহিংসতা। রাজ্যটির বিভিন্ন রাজ্যে গতকাল বৃহস্পতিবার এ সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গতকাল ছিল পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গতকাল ভাঙড় ও চোপড়ায় মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে সহিংসতার সৃষ্টি হয়। এ নিয়ে রাতেই কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

এক বিবৃতিতে সিভি আনন্দ বোস লেখেন, ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে। তার মানে গণতন্ত্র আক্রান্ত। শয়তানের খেলা শেষ হওয়া উচিত। পশ্চিমবঙ্গেই সেটার শেষের শুরু।’

তিনি লেখেন, ‘যে কোনো মূল্যে সহিংসতা রুখতে হবে। গণতন্ত্রকে স্তব্ধ করার অনুমতি কাউকে দেওয়া হবে না। গণতন্ত্রে জনতাই প্রভু। নির্ভয়ে নিজের ভোট দেওয়ার অধিকার রয়েছে তাদের। গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনো জায়গা নেই।’

এদিকে, আজ শুক্রবারই ভাঙড়ে যেতে পারেন সিভি আনন্দ বোস। শুক্রবার তার যাবতীয় কর্মসূচি বাতিল করেছেন রাজ্যপাল। তবে, এ নিয়ে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত রাজভবনের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। এর আগে রামনবমী ঘিরে প্রতিহিংসা ঘটনা ঘটার পর একই রকম তৎপরতা দেখান সিভি আনন্দ বোস। সেবারেও ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন তিনি।

অপরদিকে, বিজেপিশাষিত ভারতের কেন্দ্রীয় সরকার মনোনীত রাজ‌্যপাল নিয়ে ফের ভিন্ন সুরে কথা বললেন দলটির পশ্চিমবঙ্গ শাখার বড় দুই নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।

রাজ‌্যপালকে আক্রমণ করে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ‌্যপাল কেন নীরব, তাকে জিজ্ঞেস করুন। উনি রাজীব সিনহাকে আটকাতে পারতেন। যখন করার সুযোগ ছিল, তখন তিনি করেননি।’

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘উনি (রাজ্যপাল) বাইরে আছেন। আমার বিশ্বাস, আমি যতদূর তাকে চিনি, উনি কোনো না কোনো পদক্ষেপ নেবেন।’

ইমরানের সাবেক স্ত্রীর রহস্যময় টুইট!