শিগ্রই স্যাটেলাইট সুবিধা পাওয়া যাবে এন্ড্রয়েড মোবাইলেও

স্যাটেলাইট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এন্ড্রয়েড ফোনেও আসতে চলেছে স্যাটেলাইট সংযোগ। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই অপারেটিং সিস্টেম এর নতুন সংস্করণে পাওয়া যাবে কৃত্রিম উপগ্রহের সাথে সংযোগের সুবিধা। এমনটাই জানিয়েছেন গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ইকোসিস্টেমস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ‘হিরোশি হকহেইমার’।

স্যাটেলাইট

তার কথা অনুযায়ী, অ্যান্ড্রয়েড এর আগামী ১৪ তম সংস্করণ স্যাটেলাইট কানেকটিভিটি সুবিধা সাপোর্ট করবে। যার মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে নেটওয়ার্ক নেই এমন অঞ্চলেও মোবাইলে যোগাযোগ করতে পারবেন ।

বিষয়টি ইতিমধ্যে নতুন অপারেটিং সিস্টেমের নকশায় অন্তর্ভুক্ত করেছে গুগল।বিশ্বের অন্যতম বড় টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানের তৈরি এন্ড্রয়েডের সর্বশেষ ভার্সন প্রকাশিত করেছে মাস খানেক আগে। এরই মধ্যে পরবর্তী সংস্করণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। গুগলের সিনিয়র কর্মকর্তার বলা কথা অনুযায়ী নতুন সংস্করনের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে স্যাটেলাইট সংযোগ।

বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে, যেখানে প্রচলিত নেটওয়ার্ক না থাকার কারণে ইন্টারনেট সুবিধা পাওয়া যায় না। বর্তমানে এসব এলাকাকে কৃত্রিম উপগ্রহ সংযোগের মাধ্যমে ইন্টারনেট সুবিধায় আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টি-মোবাইল এবং এলন মাস্কের স্পেস এক্স সংস্থার পক্ষ থেকে স্টারলিংক ভি-টু নামের ইন্টারনেট সুবিধা আনার ঘোষণা দেওয়া হয়।এ পদ্ধতির মাধ্যমে মহাকাশে স্থাপন করা স্যাটেলাইট থেকে মুঠোফোনে সরাসরি ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে। ফলে নেটওয়ার্ক টাওয়ার ছাড়াই সরাসরি ইন্টারনেট ব্যবহার করা যাবে স্মার্টফোন থেকে।

প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা ‘লকহেইমার’ জানিয়েছেন, স্যাটেলাইটের সাথে সরাসরি যুক্ত থাকার ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা হবে সাধারণ ইন্টারনেট সংযোগের তুলনায় অন্য রকম। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। শুধু অ্যান্ড্রয়েড এর পরবর্তী সংস্করণে স্যাটেলাইট সুবিধা থাকবে বলে নিশ্চিত করেছেন গুগলের এই কর্মকর্তা।অপরদিকে মুঠোফোনে স্যাটেলাইট সংযোগের অত্যাধুনিক এই সুবিধা আগামী বছরেই আনতে যাচ্ছে এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স।

নুসরাতের সঙ্গে একঘরে যা করবেন রাজ কুন্দ্রা

যুক্তরাষ্ট্রের একটি টেলিকম কোম্পানির সাথে এই ব্যাপারে যৌথ উদ্যোগ নিয়েছে তারা।২০২৩ সালের মাঝামাঝি সময়ে চালু হবে টেক্সট মেসেজ সেবা। এরপর পর্যায় ক্রমে স্যাটেলাইটের মাধ্যমে ভয়েস এবং ডাটা সেবাও চালু করবে এলন মাস্কের প্রতিষ্ঠান। ইতোমধ্যে ‘টি মোবাইল’ ছাড়া অন্যান্য অপারেটগুলোকেও এ উদ্যোগে যুক্ত হবার আহবান জানিয়েছেন এলন মাস্ক।