বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ২০২৫ সালে স্মার্টওয়াচে স্যাটেলাইট সংযোগ আনার পরিকল্পনা করছে। পাশাপাশি স্মার্টওয়াচটিতে রক্তচাপ পরিমাপের ফিচার যুক্ত করার কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী বছরের সংস্করণে অ্যাপলের অ্যাপল ওয়াচ আলট্রায় স্যাটেলাইট ফিচারটি যুক্ত হতে পারে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সেলুলার বা ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা পাঠাতে সক্ষম হবেন।
২০২২ সালে আইফোনের মধ্য দিয়ে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুরু করে অ্যাপল। আইফোনের যোগাযোগ পরিষেবা সম্প্রসারণে নভেম্বরে স্যাটেলাইট সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবালস্টারে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি। রক্তচাপ পরিমাপের ফিচারটিও ২০২৫ সালে আসতে পারে।
অ্যাপল তাদের পণ্যে আরও স্বাস্থ্যবিষয়ক ফিচার যুক্ত করছে। সেপ্টেম্বরে উন্মুক্ত হওয়া অ্যাপলের স্মার্টওয়াচ স্লিপ অ্যাপনিয়ার মতো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা শনাক্ত ও জরুরি পরিস্থিতিতে সহায়তা করতে পারে। তবে এসব বিষয় সম্পর্কে রয়টার্স জানতে চাইলে কোনো মন্তব্য করেনি অ্যাপল।
ইমারজেন্সি এসওএস নামের সুবিধা কাজে লাগিয়ে আইফোনে মোবাইল ও ওয়াইফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে জরুরি বিপৎসংকেত পাঠানো যায়। ফলে ব্যবহারকারীরা জরুরি প্রয়োজনে আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।