জুমবাংলা ডেস্ক : “সাতকানিয়া-লোহাগাড়া মনীষা” গ্রন্থের পাঠ পর্যালোচনা শীর্ষক মতবিনিময় ও ইফতার পার্টি আজ আগ্রাবাদস্থ সৌদি-বাংলা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আলোকিত গুণীজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চুয়েট এর ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমানের সন্চালনায় মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট ইসলামিক স্কলার ও ওমরগণি এম ই এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি ব্যক্তি ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা খ্যাতিমান ব্যক্তিদের জীবনী নিয়ে গ্রন্থ রচনায় যে শ্রম ও মেধা খরচ করেছেন, তার জন্য লেখককে ধন্যবাদ জানান, লেখক যে বিভিন্নজনের ঘরে ঘরে গিয়ে জীবনী সংগ্রহ করেছেন তা সত্যি অভাবনীয়। বিভিন্ন তথ্য উপাত্ত ও রেফারেন্স দিয়ে তিনি যে গ্রন্থ রচনা করেছেন তা আগামী প্রজন্মের জন্য
আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদও শিক্ষাবিদ জনাব মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, বিশিস্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব হারুনুর রশীদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স ও ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান জনাব অধ্যাপক ড. সানাউল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ডিরেক্টর জনাব মাহফুজুর রহমান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন, শাহ ওয়ালিউল্লাহ ইন্সস্টিটিউট এর প্রিন্সিপাল জনাব আবু সোলায়মান, পটিয়া সেন্ট্রাল কলেজের প্রভাষক ও বিশিস্ট সংগঠক জনাব শাহাদাত হোসেন, দৈনিক ইত্তেফাক এর স্টাফ রিপোটার জনাব আহমেদ মুছা, বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি জনাব আহমদ রশিদ আমু, হক ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী মাহমুদুল হক, এম এইচ হজ্জ কাফেলার স্বত্ত্বাধিকারী জনাব মইন উদ্দিন হাসান, সৌদি-বাংলা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের স্বত্ত্বাধিকারী হাজী জামাল আহমদ
চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম এর প্রভাষক নাঈম আহসান তালহা। “সাতকানিয়া-লোহাগাড়া মনীষা” গ্রন্থের পাঠ পর্যালোচনা শীর্ষক মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে লেখক মোয়াজ্জেম হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাঁর গবেষনাধর্মী লেখা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং লেখককে প্রয়াত মনীষীদের জীবনী গ্রন্থ রচনার পাশাপাশি জীবিত কিংবদন্তিদের নিয়ে জীবনী গ্রন্থ রচনার আহ্বান জানান। সব শেষ মুনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।