জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের মাটি বিক্রি হচ্ছে সোনার দামে। কুমার সম্প্রদায় ১৮ প্রকারের মাটির তৈরি বিভিন্ন ডিজাইনের টালি ইউরোপের বাজারে রপ্তানি করে প্রতি বছর ১৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে। সরেজমিন দেখা গেছে, মুরারিকাটি গ্রামে আগুনে পুড়িয়ে তৈরি করা হচ্ছে কারুকার্যময় টালি।
উৎপাদনকারীরা জানান, এখানকার টালি জাহাজে করে রপ্তানি হচ্ছে ইতালি, জার্মানি, জাপান, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশে। বিশেষ আকৃতির ছাচে ফেলে হাতে তৈরি কাদামাটির এই টালি ইউরোপবাসীদের শুধু নজরই কাড়েনি, এখানে ঘুরিয়ে দিয়েছে অর্থনীতির চাকাও। এই টালি রপ্তানি করে বছরে আয় হচ্ছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। ফলে বদলে গেছে সাতক্ষীরার কুমার সম্প্রদায়ের জীবনও। এখানকার প্রায় ৯০ শতাংশ পরিবার এখন স্বনির্ভর ও স্বাবলম্বী।
স্থানীয়রা জানান, ২০০২ সালের পর এই টাইলস তৈরি শুরু হয়। সে সময়ে ৪১টি কারখানা থাকলেও এখন টিকে আছে মাত্র ১২টি। মুরারিকাটিতে মাটি দিয়ে তৈরি উৎপাদিত টালির মধ্যে ফেক্স অ্যাংগুলার, হেড ড্রাগুলার, স্কাটিং, স্টেম্প, স্কয়ার, রূপ, ব্রিকস ও ফ্লোর টালি রপ্তানি হচ্ছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল, নিকিতা ইন্টারন্যাশনাল, মা-কটোস ইন্টারন্যাশনালসহ ১০ থেকে ১২টি রপ্তানিকারক প্রতিষ্ঠান মুরারিকাটিতে উৎপাদিত টালি ইউরোপ-আমেরিকায় রপ্তানি করছে।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এবং সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ হলে দেশের রপ্তানিতে অনেক বড় ভূমিকা রাখতে পারে মুরারিকাটির টালি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।