বিনোদন ডেস্ক : তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে কম জলঘোলা হয়নি। আপিল কমিটি ডিসক্লেমার যুক্ত করে দেশে সিনেমাটি মুক্তির অনুমতি দিলেও সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় মুক্তির আলো দেখেনি ‘শনিবার বিকেল’। অবশেষে অন্তর্জালে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ভেরিফায়েড পেজ ও ইউটিউব চ্যানেলে ‘শনিবার বিকেল’র ট্রেলার প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সিনেমাটির ১ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলার দেখে নড়েচড়ে বসেছেন সিনেমাপ্রেমিরা।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আগামী ১০ মার্চ আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। এরপর পৃথিবীর অন্যান্য দেশে যাবে।
ফারুকী আগেই জানিয়েছিলেন, দেশে মুক্তি বিলম্বিত হলেও, দেশের বাইরে যাতে আপনারা দ্রুতই শনিবার বিকেল দেখতে পারেন সেজন্য আমাদের আন্তর্জাতিক পার্টনার এবং জার্মান প্রযোজক কাজ করছেন। খুব দ্রুত এই বিষয়ে আপডেট জানবেন। আমরা থামছি না। আমাদের দাবায়ে রাখা যাবে না।
https://www.facebook.com/watch/?v=887804955819184
প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।