আন্তর্জাতিক ডেস্ক : বছরে সাধারণত এক থেকে দেড় কোটি মুসলিম ওমরাহ পালন করেন। ওমরাহ যাত্রীর সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব। এবার ওমরাহযাত্রী নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওমরাহ যাত্রীর বার্ষিক সংখ্যা বৃদ্ধি করে তিন কোটি করার পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি সৌদি আরবের ওমরাহবিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি আবদুল রাহমান বিন ফাহাদ দেশটির আল-ইখবারিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতিবছর ওমরাহ পালনকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। চলতি বছর ওমরাহযাত্রীর সংখ্যা এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার পরিকল্পনা রয়েছে।’
এদিকে হজ উপলক্ষে গত ২৩ মে থেকে ২০ জুন পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু বন্ধ রাখা হয়।
এরপর প্রায় এক মাস পর ২১ জুন ভিসা ইস্যু শুরু হয়। আগামী ৭ জুলাই হিজরি নববর্ষের প্রথম দিন ওমরাহযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।
এর আগে ২০২৩ সালে এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। হজের আগে দুই কোটির বেশি ওমরাহ যাত্রীর আশা করেছিল সৌদি আরব।
এদিকে চলতি বছর সবচেয়ে বেশি ওমরাহযাত্রী গেছেন ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে ১০ লাখ ৫ হাজার ৬৫ জন ওমরাহ করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান থেকে ওমরাহ করেছেন ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, মিসর ও ইরাক। ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশের ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৯২ জন।
ওমরাহ শব্দের অর্থ পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। পবিত্র কাবাগৃহের জিয়ারতই মূলত ওমরাহ। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যেকোনো সময়ে পবিত্র কাবাঘর তাওয়াফসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরাহ বলা হয়।
ওমরাহ পালনে প্রধানত চারটি কাজ। দুটি কাজ ফরজ—ইহরাম পরিধান করা এবং পবিত্র কাবাঘর তাওয়াফ করা। আর দুটি কাজ ওয়াজিব—সাফা ও মারওয়া সাতবার সায়ি করা এবং মাথার চুল মুণ্ডানো বা ছোট করা।
সূত্র: আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।