আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি আরব। পাশাপাশি যেসব এলাকায় সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়েছে সেগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) এক্সে দেওয়া এক বিবৃতিতে লেবাননের সৌদি আরবের দূতাবাস এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যার পর এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে, ইরান প্রতিশোধ নিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শোকবার্তা সরিয়ে নিল ফেসবুক, মেটাকে ‘কাপুরুষ’ আখ্যা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
কুয়েতের দূতাবাস থেকেও শনিবার টুইটারে একই ধরনের একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। যুক্তরাজ্য,ফ্রান্স ও নাগরিকদের প্রতি লেবাননে ভ্রমণ বিষয়ে একটি সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।