জ্বালানি তেলের দাম নিয়ে এশিয়ার ক্রেতাদের সুখবর দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার ক্রেতাদের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের স্থানীয় গ্রেড আরব লাইট ক্রুডের দাম কমিয়েছে সৌদি আরব। যা নতুন বছরের জানুয়ারি মাসে সরবরাহ করা জ্বালানি তেলের ক্ষেত্রে প্রযোজ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পর্যাপ্ত সরবরাহ ঘিরে উদ্বেগের মধ্যে স্পট মার্কেটে সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ফলে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশটি বিগত ৭ মাসের মধ্যে প্রথমবার এশিয়ার ক্রেতাদের জন্য আরব লাইট ক্রুডের দাম কমিয়েছে। এই দাম কমানোর সিদ্ধান্তটি নতুন বছরের জানুয়ারিতে সরবরাহযোগ্য জ্বালানি তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সূত্র জানিয়েছে, জানুয়ারিতে এশিয়া অভিমুখী আরব লাইট ক্রুডের আনুষ্ঠানিক বিক্রয়মূল্য (ওএসপি) ডিসেম্বরের তুলনায় ৫০ সেন্ট কমিয়েছে সৌদি জ্বালানি জায়ান্ট আরামকো। এতে অপরিশোধিত জ্বালানি তেলের ওমান ও দুবাই বাজার আদর্শের বিপরীতে আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেলপ্রতি ৩ ডলার ৫০ সেন্টে নেমেছে।

তবে রয়টার্সের সমীক্ষায় দেখা গেছে, যেখানে বাজার ১ ডলার কমানোর প্রত্যাশা করছিল, সেখানে প্রায় অর্ধেক দাম কমানো হয়েছে।

দাম কমানো হলেও এটি এখনও বেশি উল্লেখ করে একটি এশিয়ান রিফাইনারির একজন ক্রয় ম্যানেজার জানিয়েছেন,
সৌদি দাম খুব বেশি নির্ধারণ করেছে। এতে কিছু ক্রেতা কম পরিমাণে তেল আমদানি করবে এবং স্পট মার্কেটের অন্যান্য সরবরাহকারীদের কাছে থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার দিকে ঝুঁকবে।

গত ৩০ নভেম্বর ওপেক প্লাসের সদস্যরা সিদ্ধান্ত নেন যে, আগামী বছরের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক প্রায় ২ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল কম সরবরাহ করা হবে। এর মধ্যে সৌদি আরব ও রাশিয়ার স্বেচ্ছায় দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

কিন্তু ওপেকের সরবরাহ কমানোর সিদ্ধান্তের পরও ২৯ নভেম্বর থেকে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ১১ শতাংশ। এ ছাড়া সোমবার (৪ ডিসেম্বর) সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান ব্লুমবার্গ নিউজকে জানান, ২০২৪ সালের প্রথম প্রান্তিক পেরোনের পরও প্রয়োজন হলে ওপেক প্লাস বিশ্ববাজারে কম পরিমাণে তেল সরবরাহ করবে।

এদিকে সৌদি আরামকো এশিয়াতে বিক্রি করা অন্যান্য গ্রেডের দামও কমিয়েছে। এর মধ্যে এক্সট্রা লাইট ক্রুডের দাম ৫০ সেন্ট, আরব মিডিয়াম ৬০ সেন্ট এবং আরব হেভির দাম ৩০ সেন্ট করে কমানো হয়েছে। আর এই সবগুলো ক্রুডের দামই প্রত্যাশার তুলনায় কম পরিমাণে কমানো হয়েছে।