শাহরুখ খানের বাড়িতে এসে হাজির সৌদির সংস্কৃতিমন্ত্রী!

বিনোদন ডেস্ক: বলিউডের সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে এসে হাজির হয়েছেন সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী বাদের বিন ফারহান আল সৌদ।

রবিবার দেখা করতে এসে কিং খানের সঙ্গে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মন্ত্রী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আরব দুনিয়ায় শাহরুখের গুরুত্ব কতখানি, তার আরও একটি উদাহরণ দেখা গেল এবার। ধারণা করা হচ্ছে, শাহরুখের প্রাসাদসম বাড়ি ‘মান্নাত’-এ এই সাক্ষাৎ হয়েছে।

সেখানে বলিউডের আরও কয়েকজন তারকাও হাজির হন। তারা হলেন সালমান খান, অক্ষয় কুমার ও সাইফ আলী খান।

যদিও মান্নাত-এ সাক্ষাতের বিষয়টি স্পষ্ট নয়। কেননা মন্ত্রী বাদের কিংবা তারকাদের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

কেবল নিজের ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেন সৌদি মন্ত্রী। তবে এর আগে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান আল তুর্কিও মান্নাত-এ এসে বলিউড বাদশাহর সঙ্গে দেখা করেছিলেন।

টিপ ইস্যুতে কড়া জবাব দিলেন মিথিলা

ছবির ক্যাপশনে মন্ত্রী বাদের লিখেছেন, ‘বলিউড সুপারস্টারদের সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা, চলচ্চিত্রের সুন্দর জগত নিয়ে আলাপচারিতা করতে পেরে আনন্দিত আমি।’