স্পোর্টস ডেস্ক : রোনালদো-নেইমার-বেনজেমাদের পর এবার ভিনিসিয়ুস জুনিয়রের দিকে হাত বাড়াচ্ছে সৌদি প্রো লিগ। তাকে দলে পেতে সৌদি ক্লাব আল আহলি ৩৫ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২০০ কোটি টাকা খরচ করতেও রাজি।
বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্র জানা গেছে, আল আহলির এই প্রস্তাব গ্রহণ করলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তকমা পাবেন ২৪ বছর বয়সি ভিনিসিয়ুস।
অবশ্য শুধু আল আহলি-ই নয়, ভিনিসিয়ুসকে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর এবং নেইমারের ক্লাব আল হিলালও। তবে আপাতত ভিনিসিয়ুসকে পাওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে আছে আল আহলি। এরই মধ্যে সাবেক লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো, সাবেক ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ এবং ইংলিশ ফরোয়ার্ড ইভান টনিকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে এখন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ভিনিসিয়ুস। ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমার ভবিষ্যৎ? রিয়াল মাদ্রিদ। আমার পরবর্তী ধাপ হচ্ছে সব সময় নিজের উন্নতির বিষয়টা মাথায় রাখা এবং পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবটিকে সহায়তা করা। আমি এখানে আসার এবং অসাধারণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। এটাই আমার স্বপ্ন। আমি আরও বড় কিছু চিন্তা করতে চাই, দলের জার্সিতে আরও বেশি শিরোপা জিততে চাই।’
তবে ইএসপিএন জানিয়েছে, রিয়ালের প্রতি শতভাগ আনুগত্যের কথা বললেও এখনো সৌদি ক্লাবগুলোর প্রস্তাব একেবারে নাকচ করে দেননি ভিনিসিয়ুস। তবে পুরোদমে আলোচনা চলছে তেমনও নয়। আপাতত এই বিষয়টি তার ভাবনা-চিন্তার স্তর পর্যন্তই সীমিত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।