ট্রিলিয়ন ডলারের মাইলফলকে সৌদি অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবেরর অর্থনীতি প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। ২০২৫ সালের লক্ষ্যমাত্রার আগেই দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৪ দশমিক ১৫৫ ট্রিলিয়ন সৌদি রিয়াল বা ১ ট্রিলিয়ন ডলার ছাঁড়িয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশটির ৯৩তম জাতীয় দিবসে এই তথ্য জানিয়েছে ফেডারেশন অব সৌদি চেম্বারস (এফএসসি)।

এফএসসির বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ২০২২ সালে সৌদি আরবের অর্থনীতিতে ৮ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা জি২০ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

মূলত উৎপাদন সক্ষমতা বাড়ার কারণেই দেশটির অর্থনীতিতে এই প্রবৃদ্ধি দেখা গেছে। যা মোট প্রবৃদ্ধির ৮১ দশমিক ২ শতাংশ। এছাড়া ২৭ দশমিক ৩ শতাংশ সক্ষমতা বেড়েছে বিনিয়োগ হারের জন্য। পাশাপাশি ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সৌদি রিয়ালে আমানতের হার ৬৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৬৭ দশমিক ৭ শতাংশে হয়েছে।

দেশটির জিডিপিতে বেসরকারি খাতের অবদান ১ দশমিক ৬৩৪ ট্রিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে। যা মোট জিডিপির ৪১ শতাংশ এবং এক্ষেত্রে প্রবৃদ্ধির হার হচ্ছে ৫ দশমিক ৩ শতাংশ।

এদিকে অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ দশমিক ৫ বিলিয়ন সৌদি রিয়াল। এ খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ৩২ দশমিক ৬ শতাংশ।

এছাড়া সৌদি আরবের বেসরকারি খাতের কর্মশক্তি বেড়েছে। ২০২১ সালে এ খাতে ৮ দশমিক শূন্য ৮৪ মিলিয়ন কর্মী কর্মরত ছিলেন। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২২ মিলিয়ন। এ খাতের প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৬ শতাংশ।

দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং বৈশ্বিক বাজারে রফতানি বাড়ানোর কারণে সৌদি আরবের সাফল্য ক্রমশ স্পষ্ট হচ্ছে। সৌদি অর্থনীতির রফতানি সক্ষমতা জিডিপির ৩৯ দশমিক ৩ শতাংশে উন্নীত হওয়ায় দেশটির পণ্য ও সেবা খাতের রফতানি উল্লেখযোগ্যভাবে ৫৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।