Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ওমরাহ পালনের সুবিধার্থে আরও সহজ নিয়ম অর্থ্যাৎ ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে সৌদি সরকার। আজ বুধবার (৫ জুলাই) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনের জন্য ওমরাহ পরিষেবার মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে ওমরাহ পালনে সৌদিতে আসতে শুরু করবেন মুসল্লিরা। তার আগেই এই নিয়ম চালু হলো।
ই-ভিসার আওতায় আরও কয়েক ধরনের সুবিধা নিতে পারবেন যাত্রীরা। ৬৩ শতাংশ ইন্সুরেন্স ফি কমানো হয়েছে। যদিও স্বাস্থসেবায় কোন কমতি থাকবে না।
আবেদনের ২৪ ঘণ্টায় পাওয়া যাবে ভিসা। মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা যাবে বলেও জানিয়েছে সৌদি গেজেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।