আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ধনী ব্যক্তিদের জন্য ক্রমশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিদেশি বিনিয়োগকারী, পেশাদার এবং দক্ষ শ্রমিকদের আকৃষ্ট করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। আকর্ষণীয় ভিসা স্কিমও চালু করেছে তারা।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি সৌদি প্রবর্তিত প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করে আরও আকর্ষণীয় করা হয়েছে বলে রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে। নতুন সুবিধায় সৌদিতে বিদেশিদের বসবাস ও জমি/ফ্ল্যাট কেনা আরও সহজ হবে। সূত্র: আরব নিউজ
জ্বালানি তেলের দ্বিতীয় বৃহত্তম মজুতের মালিক সৌদি। তবে গত বেশ কয়েক বছর ধরে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে চাইছে দেশটি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ২০১৯ সালে প্রথম প্রণয়ন করা হয়েছিল প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা। সৌদির অভ্যন্তরে শুল্কমুক্ত ভ্রমণ, পরিবারের সদস্যদের নিয়ে আসা, জমি বা ফ্ল্যাট কেনা, স্পনসর ছাড়াই ব্যবসা প্রভৃতি সুবিধা প্রিমিয়াম রেসিডেন্স ভিসাধারীরা।
তবে এই ভিসা দেওয়া হতো বেছে বেছে এবং অল্পসংখ্যক বিদেশিদের। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আরও বেশিসংখ্যক মেধাবী-দক্ষ প্রবাসী ও সামর্থ্যবান বিদেশি বিনিয়োগকারীকে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা প্রদান করা হবে। পাশাপাশি এই ভিসাধারীরা সর্বোচ্চ ৪০ লাখ ডলারের সম্পত্তি রাখতে পারবেন সৌদিতে।
বিশ্লেষকরা বলছেন যে এই উদ্যোগটি দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পত্তির মালিকানার বিষয়ে সৌদি আরবের দৃষ্টিভঙ্গির একটি উল্লেখযোগ্য পরিবর্তন। আশা করা হচ্ছে যে এই ভিসা প্রকল্পটি আবাসিক সম্পত্তির চাহিদার গতিশীলতার ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
প্রিমিয়াম রেসিডেন্সি ভিসার উদ্দেশ্য হলো যোগ্য বিদেশিদের সৌদি আরবে বসবাসের অনুমতি দেওয়া এবং প্রবাসী এবং তাদের নির্ভরশীলদের জন্য ফি মওকুফ করা। তারা ভিসামুক্ত আন্তর্জাতিক ভ্রমণ, রিয়েল এস্টেটের মালিকানা এবং স্পনসর ছাড়া ব্যবসা পরিচালনা করার অধিকারের মতো সুবিধাগুলো উপভোগ করবে।
সৌদি আরব আরও ধনী বিদেশিদের আকৃষ্ট করতে এবং তার তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে জানুয়ারী ২০২৪-এ তার প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামে পাঁচটি নতুন সুবিধা যোগ করেছে।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো, দেশটিতে ন্যূনতম ৪০ লাখ রিয়াল বা ১৭ লাখ ডলার মূল্যের আবাসিক রিয়েল এস্টেট সম্পদের মালিকানা নিতে পারবেন বিদেশিরা।
যুক্তরাজ্যভিত্তিক নাইট ফ্রাঙ্ক বলছে, সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা আরো প্রিমিয়াম আবাসিক প্রকল্প অন্তর্ভুক্ত করবে। এতে ডেভেলপাররা নতুন নতুন প্রকল্পে কাজ করতে উৎসাহিত হবে। এর মাধ্যমে রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ দেশটির প্রধান শহরগুলোর আবাসন ও অবকাঠামোভাবে ব্যাপক পরিবর্তন আসবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের মেগা প্রকল্প নিওমের এই মুহূর্তে অনেক বিদেশি ধনী বিনিয়োগকারীর আকাঙ্ক্ষিত গন্তব্য। উন্নত বিশ্বের একটি আধুনিক শহরে যেসব সুযোগ-সুবিধা রয়েছে তার সবই রয়েছে এই শহরটিতে।
নিওমকে বলা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের শহর। এই শহরটির নির্মাণকাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তবে এখন থেকেই অনেক বিদেশি সেখানে সম্পত্তি কেনা শুরু করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।