আন্তর্জাতিক ডেস্ক : প্রশিক্ষণ মিশনের সময় সৌদি আরবের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই পাইলট নিহত হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ খবর জানিয়েছে সৌদি গেজেট।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দাহরানের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই ক্রু সদস্য নিহত হন।
তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।
এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই পাইলট নিহত হয়।
গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। সেই সময় দুই কর্মকর্তা তাদের ইজেক্টর আসন ব্যবহার করে বেঁচে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।