আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্ভট এক তত্ত্ব দিলেন। তার দাবি, সৌদি আরবে অনেক খালি জায়গা আছে। তাই সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র করতে। এমনকি প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ঔদ্ধত্যের সঙ্গে নাকচ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।
বৃহস্পতিবার ইসরায়েলের ডানপন্থি সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে। সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। সেখানে তাদের অনেক ভূমি আছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব। সে বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে, এমন কোনো চুক্তি তিনি করবেন না।
নেতানিয়াহু বলেন, ‘বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়ই। ৭ অক্টোবরের পরও? আপনি কি জানেন সেটা কী? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, এটিকে গাজা বলা হতো। হামাসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র।’
নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকালে এই সাক্ষাৎকারটি নেয় চ্যানেল ফোরটিন। যুক্তরাষ্ট্র সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওই সংবাদ সম্মেলনেই গাজা দখলে নেয়ার মতো উদ্ভট পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। তবে ওই সংবাদ সম্মেলনের পরপরই সৌদি জানায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো আলোচনা করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।