মোঃ সোহাগ হাওলাদার : সাভারের রাজাসন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ মোঃ আব্দুর রহমান পলাশ (৩৪),এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে চারশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৬ জানুয়ারী)রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে সোমবার সন্ধায় সাভার মডেল থানাধীন রাজাশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজাশন এলাকার মৃত মাইনুদ্দিন এর ছেলে আব্দুর রহমান পলাশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানাধীন রাজাশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। সোমবার সন্ধার সময় উল্লেখিত স্থানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে উপরোক্ত আসামীকে আটক করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন আটকৃত আসামি দীর্ঘদিন যাবত সাভার সহ আশপাশ এলাকায় মাদক বিক্রয় করিয়া আসিতেছে বলে স্বীকার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।