মোঃ সোহাগ হাওলাদার : ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে ২ জন নারী, ১ পুরুষ ও একজন শিশু রয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় অ্যাম্বলেন্সটি পুড়ে ছাই হয়ে গেলেও বাস দুটির আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইলের ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও স্ত্রীর বড়বোন মাহফুজা আক্তার শিলা (৩৫) ও তার ছেলে ফুয়াদ সিদ্দিক (১২)। শিলা শাহীন নামের এক পুলিশ সদস্যের স্ত্রী।
নিহতদের স্বজনের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৬৪ নম্বর ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। তার ছেলে ফুয়াদ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল। তার চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে পরিবারসহ ঢাকায় যাচ্ছিলেন। সাভারে পৌছলে দুর্ঘটনায় তারা সবাই পুড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত দু’টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাওয়ার সময় পিছন থেকে একটি যাত্রীবাহী ধাক্কা দেয়। এসময় অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। পরে বাসটিতে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে তিনটি যানবাহনেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। পরে অ্যাম্বুলেন্স থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
দেশের ইতিহাসে সেরা ৫ সেনাপ্রধানের নাম এলে উনার নাম থাকবে : পার্থ
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বলেন, রাত ২ টার দিকে চলন্ত অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন পুড়ে মারা যায়। মৃতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।