সাভারে সিটি ইউনিভার্সিটিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাত ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর আবু তাহেরের ছেলে সিএসই বিভাগের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর দুয়াজানি স্বপন হালদারের ছেলে সিএসই বিভাগের শিক্ষার্থী পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলা সদর থানার কক্সবাজার এলাকার দীপক বিশ্বাসের ছেলে আইন বিভাগের শিক্ষার্থী অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে কৃষি বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম (২৩), পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিমের ছেলে আব্দুর রহমান (২৪)।
এ ছাড়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গয়হাটা গ্রামের মহাদেব কুমার দাসের ছেলে দেবাশীষ দাস (২৩) এবং একই গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে পারভেজ মোশারফ (২৪)।
থানা পুলিশ জানায়, রবিবার রাত ১২টার দিকে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রচারণা শেষে ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের টেলিভিশন কক্ষে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। বিষয়টি জানতে পেরে হল প্রভোস্ট ইমারান হোসেন সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় ৫ শিক্ষার্থীকে আটক করে এবং দুজন শিক্ষার্থী কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তারা উক্ত সংগঠনের প্রচার-প্রচারণা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিল।
এ ছাড়া সাধারণ ছাত্রদের উক্ত সংগঠনে যোগদানের জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি ইউনিভার্সিটির ভেতরে গোলযোগ তৈরি করার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে তারা।
এ ঘটনায় সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


