জুমবাংলা ডেস্ক : সাভারে একটি অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চার জন পুড়ে মারা যায়। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত জন।
বুধবার (৮ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। যদিও নিহতদের নাম-পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ২টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ টাউনের সামনে আইল্যান্ডে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস ওই অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। একই সময় পাশে থাকা শ্যামলী পরিবহনের অপর একটি বাসের মধ্যেও সংঘর্ষ হয়। এ সময় হঠাৎ করেই অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে পাশে থাকা দুটি যাত্রীবাহী বাসেও আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের যাত্রীরা নিরাপদে নামতে পারলেও অ্যাম্বুলেন্সের ভেতরে আটকা পড়েন চার জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চার জনের পোড়া মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের যাত্রীরা নিরাপদে নেমে গেলেও অ্যাম্বুলেসের ভেতরে থাকা চার জন পুড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।