বিনোদন ডেস্ক : বিক্ষুব্ধ ছাত্র-জনতার বুলডোজার কর্মসূচির মধ্যেই হঠাৎ অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের নিয়ে নানান খবর সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে। এরপর দিনভর জিজ্ঞাসাবাদের পর এই দুই অভিনেত্রীকে ছেড়েও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফোব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ লোকজন মেহের আফরোজের জামালপুরের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। তার কয়েক ঘণ্টা পর তাকে আটকের খবর জানা যায়। পরে মধ্যরাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়। এরপর নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
আওয়ামীপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ “আলো আসবেই”-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। আর প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন।
তবে তাদের দুজনকেই রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়েছিল বলে জানান ডিবি সদস্যরা। ডিবি সূত্র জানায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবি কার্যালয় থেকে শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।