মানিকগঞ্জ প্রতিনিধি : ‘সায়ান রিসোর্ট’ সিংগাইরের জামির্তা এলাকায় প্রতিষ্ঠিত একটি সামাজিক বিনোদন কেন্দ্র। রিসোর্ট কর্তৃপক্ষের মূল লক্ষ্য কর্পোরেট সেক্টরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা। এজন্য কর্পোরেট প্রোগ্রামকে প্রাধান্য দিচ্ছে তারা। তবে ব্যক্তি পর্যায়েও ঘুরে দেখার সুযোগ রয়েছে। রয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। সিসি ক্যামেরায় মনিটরিংয়ের পাশাপাশি রয়েছে একাধিক নিরাপত্তাকর্মী।
রাজধানী ঢাকার অতি সন্নিকটে সায়ান রিসোর্টের অবস্থান। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। ২০২৩ সালের ৬ জানুয়ারি প্রকৌশলী মোহাম্মদ ইউনুস রিসোর্টটি প্রতিষ্ঠা করেন। তিনি মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাগিনা। আর রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান সাইফ।
মাত্র ১৮ বিঘা জমিতে গড়ে ওঠা রিসোর্টে রয়েছে নানা রকম সুযোগ সুবিধা। রয়েছে সুইমিং পুল। শিশুদের খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডিং ও তিনটি খেলার মাঠ। মাছ ধরার একটি পুকুর আছে রিসোর্টটিতে। অতিথিদের বিশ্রামের জন্য রয়েছে অত্যাধুনিক ১০টি কটেজ। কটেজগুলো তৈরি করা হয়েছে অত্যান্ত খোলামেলা পরিবেশে। কটেজের সামনে রয়েছে একটি মাঠ। রয়েছে একটি কনভেনশন হল। রিসোর্টটিতে একসঙ্গে এক হাজার ২০০ লোকের অনুষ্ঠানের ক্যাপাসিটি রয়েছে। রয়েছে নিজস্ব বাবুর্চি ও সাউন্ড সিস্টেম। সব মিলিয়ে অত্যান্ত মনোরম পরিবেশে বিনোদনের এক ভিন্নরকম আয়োজন।
মাত্র ১০০ টাকা প্রবেশ ফি দিয়ে যে কেউ ঘুরে আসতে পারবেন পুরো রিসোর্টটিতে। তবে সুইমিং পুলে সাতার কাটতে কিংবা পুকুরে মাছ ধরতে গেলে লাগবে বাড়তি ফি। রাত-যাপনেরও সুযোগ রয়েছে কটেজগুলোতে। তবে এজন্য লাগবে বৈধ কাগজপত্র অর্থাৎ জাতীয় পরিচয়পত্র। ডে-লং একেকটি কটেজের ভাড়া ৬ হাজার টাকা, আর রাত যাপনের জন্য লাগবে সাড়ে ৭ হাজার টাকা।
ঢাকার অতি নিকটে হওয়ায় সায়ান রিসোর্টে দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই থাকছে বিভিন্ন প্রতিষ্ঠানের পিকনিক আয়োজন। গত সোমবার রিসোর্টে গিয়ে দেখা যায়, ঢাকার আজিমপুরের অগ্রণী স্কুল এন্ড কলেজ থেকে পিকনিকে এসেছেন পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। এর আগের দিন রোববার এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের আইবিএ ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থী ও বিদেশি অতিথি। ২৫০ জনের আয়োজন ছিল তাদের। এ বছরই ১ হাজার ২০০ জনের প্রোগ্রাম করেছেন তিতাস ট্রান্সমিশন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা। আবুল খায়ের কোম্পানির ব্যবসায়িক প্রোগ্রামের আয়োজনও করা হয় সায়ান রিসোর্টে। সব মিলিয়ে সিংগাইরের জামির্তা এলাকার এই রিসোর্টটি প্রতিদিনই সরগরম থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানার পিকনিক অনুষ্ঠান আয়োজনে।
জানতে চাইলে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান সাইফ বলেন, সায়ান রিসোর্ট ব্যবসার পাশাপাশি মানিকগঞ্জ জেলাকে পরিচিত করছে। আমরা কর্পোরেট সেক্টরকে প্রাধান্য দিচ্ছি, কারণ ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় এখানকার গ্রামীণ পরিবেশ কর্পোরেট সেক্টরের লোকজন খুব পছন্দ করে। যে কারণে এখানে কর্পোরেট অনুষ্ঠানগুলো বেশি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।