বিনোদন ডেস্ক : আশা ছিল বাঁকুড়া থেকে লোসসভা নির্বাচন লড়বেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। কিন্তু সপ্তাহ তিনেক আগেই সেই স্বপ্নভঙ্গ হয় তার। প্রার্থী হতে না পারায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। জল্পনা শুরু হয়, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন সায়ন্তিকা।
কিন্তু নায়িকা সেসময় স্পষ্ট জানিয়েছিলেন, দলের বিরুদ্ধে তার অভিমান হয়েছে, সেটা তিনি দলকে জানিয়েছেন। তাই বলে অন্য কোনো দলে যাবেন না তিনি। দিদির (মমতা ব্যানার্জীর) পাশেই আছেন।
কদিন না যেতে আনুগত্যের দাম পেলেন সায়ন্তিকা। বাঁকুড়া লোকসভার বদলে বরানগর বিধানসভা উপনির্বাচনে তাকে প্রার্থী করল পশ্চিমবঙ্গের শাসক দল।
লোকসভার টিকিট না পেয়ে সম্প্রতি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের তাপস রায়। সেই কারণেই বরাহনগর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে সায়ন্তিকার ওপর ভরসা রাখলেন অভিষেক-মমতা।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে যান সায়ন্তিকা। তবে ভোটে হারলেও বাঁকুড়ার মাটি কামড়ে গত দুই বছর পড়ে ছিলেন অভিনেত্রী। কিন্তু এবার ময়দান পালটে গেল।
তবে আত্মবিশ্বাসী অভিনেত্রী। টিকিট পেতেই ভিডিও বার্তায় মমতা ব্যানার্জী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তারকা প্রার্থী। তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার দলের কাছে। আমার নেত্রী মমতা ব্যানার্জী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। বরানগরের মতো গুরুত্বপূর্ণ একটি আসনে তারা যে আমার উপর বিশ্বাস এবং ভরসা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত যে, জয়ী হয়ে এই আসনটি আমার দলের হাতে তুলে দিতে পারব।’
আগামী ১ জুন বরানগরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বিরুদ্ধে ভোট-যুদ্ধে লড়বেন সায়ন্তিকা।
এদিন ‘কেন্দ্রীয় বঞ্চনার’ অভিযোগ এনে নায়িকা বলেন, ‘জনতার গর্জন হবে জমিদারদের বিসর্জন। সবাই মিলে এই লড়াইয়ে জয়ী হবো।’
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদে রয়েছেন সায়ন্তিকা। গত ১০ মার্চ ব্রিগেডের সভা থেকে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। সেদিন মমতার হাত ধরে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী রচনা ব্যানার্জী, ক্রিকেটার ইউসুফ পাঠান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel