সায়ন্তিকা বিতর্ক, শুটিং সেটে কেন ছিলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। বাংলাদেশি নির্মাতা তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।

শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

গত ৩০ আগস্ট থেকে এক সপ্তাহ টানা শুটিং করে ৭ সেপ্টেম্বর দেশে ফিরে যান সায়ন্তিকা। দেশে যাওয়ার পরপরই বাংলাদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রথম ধাপের কাজ শেষ না করেই দেশে ফিরে গেছেন সায়ন্তিকা।

নায়িকার দাবি— নৃত্য পরিচালক মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছিল। এজন্য তাকে বদলের দাবি তুলেন সায়ন্তিকা। কিন্তু প্রযোজক মনিরুল ইসলাম তা মানেনি। পাশাপাশি অব্যবস্থাপনারও অভিযোগ করেন এ প্রযোজকের বিরুদ্ধে।

সায়ন্তিকা, জায়েদ খান, মাইকেল, মনিরুল ইসলাম— প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য দিয়েছেন। তবু এ জটিলতার অবসান হয়নি; থামেনি আলোচনাও। এবার জানা গেলো, সিনেমাটির শুটিং সেটে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রাক্তন স্বামী রাজীব কুমার। কিন্তু রাজীব কেন সায়ন্তিকার সিনেমার শুটিং সেটে গিয়েছিলেন?

এ প্রশ্নের উত্তর জানতে নির্মাতা রাজীবের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় একটি সংবাদমাধ্যম। রাজীব বলেন, ‘আমি তেমনভাবে এ সিনেমার সঙ্গে যুক্ত নই। মনিরুল ভাইয়ের প্রযোজনা সংস্থার সঙ্গে অল্পস্বল্প কাজ করি। এই সিনেমার গানের রেকর্ডিং কলকাতায় হয়েছিল আমার তত্ত্বাবধানে। যখন শুনলাম গানের শুটিং হচ্ছে, তাই দেখতে গিয়েছিলাম। তারপর যা কিছু ঘটেছে, তখন আমি উপস্থিত ছিলাম না। তাই কী হয়েছিল তা আমার পক্ষে বলা সম্ভব না।’

বিশ্বকাপের আগে দুই বিশেষ সিদ্ধান্ত

এ নির্মাতা আরো জানান, অন্য একটি সিনেমার প্রি-প্রোডাকশনের জন্য বাংলাদেশে গিয়েছিলেন রাজীব। এসব বিতর্কের আগেই কলকাতা ফিরেন তিনি।