সায়ন্তিকাকে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবেন না প্লিজ : জায়েদ খান

জায়েদ খান

বিনোদন ডেস্ক : কলকাতার ছোট পর্দার ইধিকা পাল গত ঈদ মাতিয়ে গেছেন বাংলাদেশ। এবার আরও এক নায়িকা অভিনয় করতে যাচ্ছেন এদেশের ছবিতে; তিনি সায়ন্তিকা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে তাকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে সায়ন্তিকা অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে।

জায়েদ খান

না, এবার যৌথ প্রযোজনার ছবিতে নয়। কাজ করছেন এ দেশের বড় একটি ঘরে। ভারতীয় সূত্রের মতে, জায়েদ খানের বিপরীতে দেখা যাবে তাকে। নায়িকাও কলকাতার আনন্দবাজার পত্রিকাকে তেমনই বলেছেন। সেখানে তার ভাষ্য, ‘কথা চলছে। কিন্তু এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।’

অন্যদিকে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বলেন উল্টো কথা! অর্থাৎ কিছুই জানেন না তিনি। বললেন, ‌’আমি কিছুই জানি না’।

জানা যায়, সায়ন্তিকার ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। মূলত মূল ধারার বাণিজ্যিক ছবি এটি। তাই দর্শকদের বিনোদনের যাবতীয় উপাদান সেখানে মজুদ থাকবে। সূত্রের খবর, চলতি মাসেই ছবির শুটিংয়ের জন্য বাংলাদেশে আসবেন সায়ন্তিকা। বাকিটা ঘোষণা আসবে এদেশ থেকেই।

বয়সভেদে নারীদের শারীরিক চাহিদার তারতম্য, সমীক্ষায় জানা গেল

টলিউডে ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘ দিন বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন। কিছু ছবিতে দেখা গিয়েছে পার্নো মিত্রকেও। সম্প্রতি ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ছবিটি অন্যতম ব্যবসাসফল কাজ হিসেবে বিবেচিত।