শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী দাঁপিয়ে বেড়াচ্ছে প্রেমের গল্প ‘সাইয়ারা’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনোরকম প্রচারণা ছাড়াই বলিউডের নতুন এ সিনেমা এখন পর্যন্ত আয় করে নিয়েছে প্রায় ৪০৪ কোটি টাকা। প্রেক্ষাগৃহে মুক্তির ২ সপ্তাহেরও কম সময়ে বিশাল পরিমাণ অর্থ আয় করায় ২০২৫ সালের সবচেয়ে সফল প্রেমের সিনেমা হয়ে উঠেছে এটি। যে কারণে অনেকেই জানতে চেষ্টা করছেন সিনেমাটির সাফল্যের পেছনের গল্প।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন এ সিনেমার শুটিংয়ের কোনো খবর প্রকাশ করা হয়নি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে অভিনেতা- অভিনেত্রীদের কোনো রকম টিভি সাক্ষাৎকার কিংবা লাইভে দেখা যায়নি।
এছাড়া সিনেমাটি হিট করতে সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করারও কোনো চেষ্টা করা হয়নি। তারপরও ব্লক বাস্টার হিট করেছে ছবিটি। শুধু হিটই নয়, নামিদামি তারকাদের ব্লক বাস্টার হিট সিনেমার রেকর্ড ভেঙে সাফল্যের শীর্ষে রয়েছে।
বলা যায়, প্রেক্ষাগৃহে নীরবে এসে হঠাৎই তুমুল ঝড় তোলে ‘সাইয়ারা’ সিনেমা। আর সে ঝড়ে ভাঙছে বলিউডের প্রথম সারির তারকাদের একের পর এক রেকর্ড।
জানা যায়, দ্রুত আয়ের হিসেবে ‘সাইয়ারা’র পেছনে পড়ে গেছে বলিউডের ‘কবীর সিং’, ‘সিতারে জমিন পার’, ‘আশিকি ২’, ‘মার্ডার ২’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘এক ভিলেন’র মতো আকাশ ছোঁয়া আয়ের সিনেমাগুলো।
দর্শক জনপ্রিয়তায় মুক্তির মাত্র ৪ দিনে ‘সাইয়ারা’ ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এর বিশ্বব্যাপী আয় ৪০৪ কোটি টাকা। অভিনব এ সাফল্যে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস তাদের সিনেমা প্রসঙ্গে ইনস্টাগ্রামে মতামত জানিয়েছে। লিখেছে,
এটা ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী প্রেমের গল্প। ‘সাইয়ারা’ সব জায়গায় সবার মন জয় করছে।
সিনেমার সাফল্য প্রসঙ্গে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিদানি বিশেষ সাক্ষাৎকারে বলেন, আমরা চাইনি দর্শকরা আগেই রিল দেখে এই দুই নতুন মুখকে বিচার করে ফেলুক। আমাদের ইচ্ছা ছিল, পুরো গল্প ও আবেগের সঙ্গে দর্শকরা প্রথমবার অভিনেতা-অভিনেত্রীকে সিনেমার পর্দায় দেখুক।
সিইও অক্ষয় বিদানি আরও বলেন, নতুন গল্প আর চরিত্রকে গ্রহণযোগ্য করে তুলতে সিনেমায় নতুন মুখ বেছে নেয়া হয়েছে। নতুন মুখের অভিনয়শিল্পীর সঙ্গে প্রচারণাহীন রিলিজ অনেক ‘ঝুঁকিপূর্ণ’ ছিল। তবে এটাই সিনেমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে।
উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের গল্প ‘সাইয়ারা’। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডে দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পড্ডা। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গত ১৮ জুলাই।
বলিউডের রোমান্টিক গল্পের জাদুকর নির্মাতা মোহিত সুরি ৫ বছরের বিরতি ভেঙে দর্শকদের এ সিনেমা উপহার দেন। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে এখনও উপচে পড়া ভিড় সিনেপ্রেমীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।