বিনোদন ডেস্ক : দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে একটানা কাজ করে দ্রুত তারকা খ্যাতি পান শবনম বুবলী৷ সম্প্রতি শাকিব খানের বলয় থেকে বেড়িয়ে নিরব, রোশান, নবাগত আজাদ আদর, শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেন। এবার নবাগত সাজ্জাদ হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী।
‘প্রেম পুরাণ’ নামের ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় বুবলীর আরেক নায়ক জিয়াউল রোশান। যৌথভাবে সিনেমাটি পরিচালনা করছেন হাসান সিকদার ও মাসুদ মহিউদ্দিন।
শবনম বুবলী বলেন, ‘গল্পের প্রয়োজনে অনেকের সঙ্গে করা করছি। নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এভাবে কাজ করতে গিয়ে বিভিন্ন অভিনেতার সঙ্গে চিন্তাভাবনার আদান–প্রদানের সুযোগ হচ্ছে। সবচেয়ে বড় কথা, এভাবে কাজ করতে গিয়ে অনেক কিছুই শিখতে পারছি। নিজেকে ভিন্নভাবে প্রকাশের সুযোগ পাচ্ছি।’
সাজ্জাদ হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে বুবলী বলেন, ‘মাত্র দুই দিন হলো তার সঙ্গে কাজ করছি। তবে কাজের ক্ষেত্রে তাকে খুব সিরিয়াস মনে হচ্ছে। শুটিংয়ে দুজনের বোঝাপড়াটা ভালোই হচ্ছে। সুন্দর করে মানিয়ে নিয়ে একসঙ্গে কাজ করছি।’
গত ২০ মে থেকে বরগুনার তালতলির বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।