জুমবাংলা ডেস্ক : পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যেকোনো বিষয়ে আর্থিক লেনদেন ও প্রতারক থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ ও রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ণ হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের এর মাধ্যমে অথবা ০১৩২০-০০৫৯২১ বা ০১৩২০-০০৫৯২২ বা ০১৩২০-০০৬৩৭৮ মোবাইল নম্বরে জানানোর অনুরোধ করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।