স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন লিওনেল স্কালোনি। ৩৬ বছরের খরা কাঁটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন এই মাস্টার মাইন্ড। তবে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। ঘটনার ২৩ দিন পরও তার সেই আগের সিদ্ধান্তেই অটল আছেন এই আর্জেন্টাইন কোচ।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন, ‘এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কী করব, সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে। কারণ, প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে। আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।’
তিনি আরও বলেছিলেন, ‘খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’
গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদ–লাৎসিওর মধ্যে ম্যাচ দেখতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্কালোনি। ম্যাচ শেষে আর্জেন্টিনায় নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্কালোনি। মুভিস্টার প্লাসকে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সবকিছুতেই থামার একটা সময় আছে। থেমে ভাবতে হয়, আগামী বছরের লক্ষ্য ঠিক করে ভাবতে হয় এই কোচিং স্টাফ নিয়ে সাফল্যের পুনরাবৃত্তি করতে পারব কি না। আমরা এখন এটা নিয়েই কাজ করছি। লক্ষ্যটা হলো, আমাদের যা কিছু আছে, তা নিয়েই সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা। আমরা এখন এ পর্যায়ে আছি এবং সেদিনের (ব্রাজিলের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে) পর থেকে কিছুই পাল্টায়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।