যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

university

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। নাইট-হেনেসি স্কলারস নামে এ বৃত্তির আওতায় দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

university

সুযোগ-সুবিধা
নাইট-হেনেসি স্কলারস বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। একই সঙ্গে বৃত্তির আওতায় শিক্ষার্থীদের আনুষঙ্গিক খরচ দেওয়া হবে। থাকছে আবাসনব্যবস্থা, একাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি, স্থানীয় যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ, ইকোনমি ক্লাসের ভ্রমণ ভাতা, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক অর্জনের জন্য অতিরিক্ত ফান্ডও নিতে পারবেন।

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফল ভালো হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আবেদনকারীকে পূর্ণকালীন স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ ইত্যাদি এবং পিএইচডি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য
প্রার্থীর লেখা প্রবন্ধ, একাডেমিক সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, একটি ভিডিও স্টোরি, এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত, অনলাইন আবেদন ও দুটি রেকমেন্ডেশন লেটার। এ ছাড়া ২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে।

মহাকাশে আটকে থাকা মহাকাশচারীরা পৃথিবীতে ফিরবেন আগামী বছর

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এ লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৪।