আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের স্টেমবিষয়ক (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস) গবেষণায় সহায়তা প্রদানে স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশ-ইউনেসকো জাতীয় কমিশনের সহযোগিতায় আয়োজিত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের ৪০ বছরের কম বয়সী প্রার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
পুরস্কারের অর্থমূল্য:
ফাউন্ডেশনটি নির্বাচিত প্রার্থীকে ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ ১ হাজার ৪৭১ টাকা) পুরস্কার হিসেবে দেবে।
আবেদনের শর্তাবলি:
১. প্রার্থী ৪০ বছরের কম বয়সী হতে হবে।
২. প্রার্থীকে স্টেমবিষয়ক গবেষণাকর্মে নিয়োজিত থাকতে হবে।
৩. প্রার্থীকে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকসের গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের ফাউন্ডেশনের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে https://unescoalfozanprize.org/ এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৫
আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্যের জন্য ফাউন্ডেশনের ওয়েবসাইট পরিদর্শন করুন। এটি তরুণ গবেষক এবং শিক্ষাবিদদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যারা সায়েন্স ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনী গবেষণায় কাজ করতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।