বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপানে স্কলারশিপের সুযোগ

Japan

জুমবাংলা ডেস্ক : পৃথিবীর অন্যতম সুন্দর ও উন্নত দেশ জাপান ৷ স্টাইপেন্ড নিয়ে নিজের স্বপ্ন পূরণ করুন জাপানে গিয়ে৷ জাপান সরকারের মেক্সট স্কলারশিপ এ বাংলাদেশ এর ১৭ থেকে ৩৫ বছর অনুর্দ্ধ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন৷ ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ মিলবে৷

Japan

এই প্রোগ্রামের জন্য নির্দিষ্ট কোনো আবেদন এর শেষ তারিখ নেই ৷ এক একটি দেশের প্রোগ্রাম এক এক সময় হয় ৷

এই স্কলারশিপ এর জন্য জাপানি ভাষা জানার প্রয়োজন নেই৷ দিতে হবে না ইংরেজি ভাষা জানার কোন প্রমাণ৷ তবে শিক্ষার্থীদের ইংরেজি জানা আবশ্যক৷ আবেদনকারী শিক্ষার্থীদের দিতে হবে না আবেদন করার কোনো খরচ৷

নির্বাচিত শিক্ষার্থীরা জাপানে যাওয়া এবং আসার বিমান ভাড়া পাবেন৷ প্রতিমাসে পাবেন স্টাইপেন্ড, পড়াশোনার প্রয়োজনে জাপানের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের খরচ৷ সম্পূর্ণ ভাবে জাপানের শিক্ষা, সংস্কৃতি এবং কালচারের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ৷

বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুযোগ নিতে চাইলে বাংলাদেশের জাপান দূতাবাস এ দ্রুত যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন৷
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন অফিসিয়াল সাইটে
MEXT JAPAN GOVERNMENT SCHOLARSHIP 2025 ( Embassy Track )