আন্তর্জাতিক ডেস্ক : স্কুলের নাটকে স্বামী-স্ত্রী সেজেছিল তারা। অন্য স্কুলে ভর্তি হওয়ার পর তাদের মধ্যে আর কোনও যোগাযোগ ছিল না। সেই ঘটনার ২০ বছর হঠাৎই দুই বন্ধুর দেখা। নতুন পথচলাও শুরু হল সম্প্রতি। তাঁদের পরিণতি দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন সহপাঠীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চিনে। জানা গিয়েছে, নার্সারিতে পড়াকালীন স্কুলের নাটকে স্বামী-স্ত্রী সেজেছিল দুই পড়ুয়া। একজনের পরনে ছিল সাদা রঙের গাউন, অন্যজন পরেছিল কালো রঙের ব্লেজার, প্যান্ট। সেই নাটকের পর দু’জনের মধ্যে আর কোনও কথা হয়নি। অন্য স্কুলেও ভর্তি হয় তারা। নার্সারির পর গত ২০ বছরে তাঁদের আর দেখা-সাক্ষাৎ হয়নি।
সম্প্রতি নার্সারির সেই নাটকের ছবি কয়েকজন সহপাঠী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা দেখার পরেই ছোটবেলার বান্ধবীর সঙ্গে দেখা করতে যান তরুণ। দু’জনে ডেটে যাওয়ার পরেই, একে অপরের প্রেমে পড়েন। অবশেষে নাটকের স্বামী-স্ত্রী ২০ বছর পর সত্যিকারের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। যা ঘিরে পরিবার, পরিজন তো আনন্দে আত্মহারাই, তাঁদের সহপাঠীরাও অবাক হয়ে গেছেন।
এমন রূপকথার গল্পের মতো প্রেমকাহিনি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। নবদম্পতির ছবি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের।