আন্তর্জাতিক ডেস্ক : ভিডিওটি কোনও একটি স্কুলের। এক ছাত্রকে ঘিরে রয়েছে আরও কয়েক জন ছাত্র। তাদের সামনেই নিজের প্রতিভা দেখাচ্ছিল ওই পড়ুয়া।
প্রত্যেক পড়ুয়ার মধ্যেই কিছু না কিছু সুপ্ত গুণ বা প্রতিভা থাকে। দরকার সেই প্রতিভাকে টেনে বার করে আনার। কেউ গানে ভাল, কেউ আঁকায়, কেউ আবার ভাল অভিনয় করতে পারে, কেউ আবার ফুটবল বা ক্রিকেট খেলায় পারদর্শী। তেমনই একটি প্রতিভার স্ফূরণ দেখা গিয়েছে এক খুদে পড়ুয়ার মধ্যে। যে প্রতিভা ইতিমধ্যেই নেটমাধ্যমে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।
শাহিল আজম নামে এক ইনস্টাগ্রাম গ্রাহক এক খুদে পড়ুয়ার ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে শুধু লেখা রয়েছে, ‘ট্যালেন্টেড স্টুডেন্ট’। পড়াশোনার পাশাপাশি যে পড়ুয়াদের প্রত্যেকেরই কিছু না কিছু যে প্রতিভা থাকে, তারই একটা দৃষ্টান্ত তুলে ধরতে চাওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে।
ভিডিওটি কোনও একটি স্কুলের। এক ছাত্রকে ঘিরে রয়েছে আরও কয়েক জন ছাত্র। তাদের সামনেই নিজের প্রতিভা দেখাচ্ছিল ওই পড়ুয়া। দু’হাতে দু’টি ছোট পাথর নিয়ে হাতের তালুতে রেখে সেই পাথর দু’টিকে বেঞ্চের উপর হাতের তালু দিয়ে ঢেকে রাখল সে।
হাত তুলতেই দেখা গেল, বাঁ হাতের তালুর নীচে রাখা পাথরটি ডান হাতের তালুর নীচে এসে গিয়েছে। তার এই জাদুতে যেমন মুগ্ধ সহপাঠীরা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই খুদের এই প্রতিভায় মুগ্ধ নেটাগরিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।