বিনোদন ডেস্ক : প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কোন না কোন ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে সেই নির্দিষ্ট ভিডিও কিংবা ছবি নেটমহলে ভাইরাল হতে বাধ্য।
বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। বিশেষ করে লকডাউনের সময় থেকেই স্কুল পড়ুয়ারা অনেক বেশি আসক্ত হয়ে পড়েছেন মোবাইল ও সোশ্যাল মিডিয়ার প্রতি। সম্প্রতি সেই আসক্তির ফলেই কোচবিহারের একটি নামি স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া বরখাস্ত হয়েছে।
সম্প্রতি একটি নামি বাংলা সংবাদমাধ্যম প্রতিদিন’এর সূত্র ধরে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে রীতিমতো সমালোচনা চলছে নেটমহলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে স্কুলড্রেসে একেবারে ক্লাসরুমের মধ্যেই শিক্ষক-শিক্ষিকার অনুপস্থিতিতে বলিউডের হিট আইটেম নম্বর ‘বাবুজি জারা ধীরে চালো’র তালে চুল খুলে ইনসটারিল বানাচ্ছে তারা। আর সেই ভিডিও মিডিয়ার নজরে আসতেই সেই নিয়ে তারা চলে যান স্কুল কর্তৃপক্ষের কাছে। সম্প্রতি তারই ঝলক মিলেছে নেটমহলে।
উল্লেখ্য, ভিডিওটি কোচবিহারের এনএনএম হাই স্কুলের কিছু পড়ুয়ার। মিডিয়ার তরফ থেকে এই ভিডিও প্রসঙ্গে ঐ স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলা হলে তিনি জানান, তিনি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওতে যে সমস্ত ছাত্রীদের দেখা যাচ্ছে তাদের সনাক্ত করে স্কুল থেকে বরখাস্ত করে দেবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। কারণ একজন শিক্ষক হিসেবে তিনি কখনো স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা মেনে নেবেন না বলেই জানিয়েছেন রামকৃষ্ণ প্রামানিক (প্রধান শিক্ষক, এনএনএম হাই স্কুল, কোচবিহার)।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ভবিষ্যতে যাতে আর কোন পড়ুয়া এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না দেখায় তার ব্যবস্থাই নেবেন তিনি। মিডিয়ার সামনে তিনি এও বলেছেন, স্কুলের মধ্যে যাতে পড়ুয়ারা মোবাইল ফোন কোনভাবেই ব্যবহার ব্যবহার করতে না পারে, সেদিকেও কড়া নজর দেবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।