স্কুল ড্রেসে ক্রিকেট মাঠে ঝড় তুললো আনুশকা

আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : সদ্য সাবেক ভারতীয় নারী দলের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত আনুশকা শর্মা। বৃহস্পতিবার কলকাতা সংলগ্ন হাওড়া জেলার আন্দুল রাজমাঠে স্কুল ড্রেসে শুটিং করলেন তিনি।

আনুশকা শর্মা

দেখা চেনার উপায় নেই। ছোট ছোট চুল, স্কার্ট আর শার্টে ব্যাট-বল হাতে মাঠে তিনি। গত সপ্তাহেই ঝুলনের বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিংয়ে কলকাতায় আসেন বিরাট কোহলি পত্নী। বেগুনি রঙের স্কার্টের ওপর সাদা শার্ট পরে ঝুলনের ছোটবেলা দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়ান।

সিনেমাটির জন্য ইতোমধ্যে লন্ডনে শুটিং করছেন এই অভিনেত্রী। ২০২৩ সালে মুক্তি পাবে সিনেমাটি। শুটিংয়ের সময় আনুশকাকে দেখার জন্য মানুষের বড় ভিড় লেগে যায়। বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এলাকাটি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন ‘রামায়ণ’-এর সীতা, ভাইরাল ভিডিও

ঝুলন গোস্বামীর বায়োপিকের পরিচালক প্রসিত রায়। ঝুলন ছাড়াও ভারতের নারী দলের কিংবদন্তি ব্যাটার স্মৃতি মান্দানাকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। ওই সিমেনার নাম ‘সাবাশ মিঠু’। সিনেমাটা পরিচালনা করছেন কলকাতার পরিচালক সৃজিত মুর্খাজি। ওই সিনেমায় অভিনয় করছেন তাপসি পান্নু।